কলকাতা: পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা অব্যাহত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে৷ পড়ুয়াদের অবরোধের জেরে সপ্তাহের শুরুতে প্রশাসনিক বৈঠক বসল অধিকর্তার বাড়িতে৷ অধিকর্তা-সহ কর্তৃপক্ষের কেউই ক্যাম্পাসে ঢুকতে পারেননি৷ দিনের শেষে কোনও সমাধান সূত্রই বেরিয়ে আসেনি৷ দু’পক্ষই একটু একটু করে নিজেদের অবস্থান থেকে সরে আসছেন বটে, কিন্তু জট কাটার চূড়ান্ত শর্তগুলি এখনও স্পষ্ট হয়নি এই কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে৷
ছেলে এবং মেয়েরা একই সঙ্গে হস্টেলে থাকবেন বলে দাবি করেছিলেন সেখানকার ছাত্রছাত্রীরা৷ ছেলেদের হস্টেল ছেড়ে মেয়েদের জন্য বরাদ্দ হস্টেলে ছাত্রীরা যাবেন না বলে জানিয়ে দেন৷ ফলে কর্তৃপক্ষকে ১৪ জন ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হয়৷ তাঁদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়৷ এর পর থেকেই গত সাত দিন ধরে উত্তন্ত এসআরএফটিআই ক্যাম্পাস৷
এ দিন অবশ্য ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক দেবোত্তম বসু বলেন , ‘আমরা আলাদা হস্টেলে থাকার বিষয়টি মেনে নিচ্ছি৷ কিন্তু তার বদলে আমাদের অন্য যে -সব দাবি রয়েছে, তা কর্তৃপক্ষকে মানতে হবে৷ যে ১৪ জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের ফিরিয়ে নিতে হবে৷’
ছেলে এবং মেয়েরা একই সঙ্গে হস্টেলে থাকবেন বলে দাবি করেছিলেন সেখানকার ছাত্রছাত্রীরা৷ ছেলেদের হস্টেল ছেড়ে মেয়েদের জন্য বরাদ্দ হস্টেলে ছাত্রীরা যাবেন না বলে জানিয়ে দেন৷ ফলে কর্তৃপক্ষকে ১৪ জন ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হয়৷ তাঁদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়৷ এর পর থেকেই গত সাত দিন ধরে উত্তন্ত এসআরএফটিআই ক্যাম্পাস৷
এ দিন অবশ্য ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক দেবোত্তম বসু বলেন , ‘আমরা আলাদা হস্টেলে থাকার বিষয়টি মেনে নিচ্ছি৷ কিন্তু তার বদলে আমাদের অন্য যে -সব দাবি রয়েছে, তা কর্তৃপক্ষকে মানতে হবে৷ যে ১৪ জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের ফিরিয়ে নিতে হবে৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন