কলকাতা: খাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছেন আবাসিক ছাত্রছাত্রীরা৷ এই ইস্যুতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আরও বেশি সরব হয়েছিলেন হস্টেলের আবাসিক তথা ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী৷ তাঁকে হস্টেল কমিটি থেকেই বাদ দিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
লগ্নজিতার অভিযোগ, তিনি হস্টেলের অভাব অভিযোগ নিয়ে সরব ছিলেন বলে তাঁকে বোর্ড অফ রেসিডেন্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এর আগেও লগ্নজিতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের টানাপোড়েন হয়েছে৷ সেই ঘটনাগুলির জেরে তাঁকে সরানো হল কি না, তা নিয়েও অনেকে বলাবলি শুরু করেছেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটিতে কোন ছাত্র থাকবেন, সেটা ঠিক করে ছাত্র সংসদের নির্বাচিত সিআর (ক্লাস রিপ্রেজেনটেটিভ )-দের নিয়ে গঠিত ১৫ সদস্যের এক কমিটি৷ এতে কর্তৃপক্ষের কোনও ভূমিকা নেই বলে ছাত্রনেতারা জানাচ্ছেন৷ তাই লগ্নজিতাকে সরিয়ে ওই কমিটিতে ছাত্র সংসদের সভাপতিকে নিয়ে আসায় বিতর্ক বেধেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে৷ এর কারণ জানতে চেয়ে ইতিমধ্যে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সাধারণ সম্পাদিকা৷
অভিযোগ, ছাত্র সংসদের বিষয়ে কর্তৃপক্ষ আগে কখনও এ ভাবে হস্তক্ষেপ করেননি৷ উপাচার্যের অবশ্য বক্তব্য, ‘‘রুল ফর দ্য গাইডেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফর দ্য ইউনিভার্সিটি হলস অফ রেসিডেন্স অনুযায়ী যা করার করা হয়েছে৷ রুল বুকের বাইরে কোনও পদক্ষেপ করা হয়নি৷’’ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ছাত্রদের মধ্যে কোনও বিভাজন করা হবে না বলেই লগ্নজিতাকে স্পোর্টস কমিটিতে রাখা হয়েছে৷
লগ্নজিতার অভিযোগ, তিনি হস্টেলের অভাব অভিযোগ নিয়ে সরব ছিলেন বলে তাঁকে বোর্ড অফ রেসিডেন্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এর আগেও লগ্নজিতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের টানাপোড়েন হয়েছে৷ সেই ঘটনাগুলির জেরে তাঁকে সরানো হল কি না, তা নিয়েও অনেকে বলাবলি শুরু করেছেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটিতে কোন ছাত্র থাকবেন, সেটা ঠিক করে ছাত্র সংসদের নির্বাচিত সিআর (ক্লাস রিপ্রেজেনটেটিভ )-দের নিয়ে গঠিত ১৫ সদস্যের এক কমিটি৷ এতে কর্তৃপক্ষের কোনও ভূমিকা নেই বলে ছাত্রনেতারা জানাচ্ছেন৷ তাই লগ্নজিতাকে সরিয়ে ওই কমিটিতে ছাত্র সংসদের সভাপতিকে নিয়ে আসায় বিতর্ক বেধেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে৷ এর কারণ জানতে চেয়ে ইতিমধ্যে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সাধারণ সম্পাদিকা৷
অভিযোগ, ছাত্র সংসদের বিষয়ে কর্তৃপক্ষ আগে কখনও এ ভাবে হস্তক্ষেপ করেননি৷ উপাচার্যের অবশ্য বক্তব্য, ‘‘রুল ফর দ্য গাইডেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফর দ্য ইউনিভার্সিটি হলস অফ রেসিডেন্স অনুযায়ী যা করার করা হয়েছে৷ রুল বুকের বাইরে কোনও পদক্ষেপ করা হয়নি৷’’ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ছাত্রদের মধ্যে কোনও বিভাজন করা হবে না বলেই লগ্নজিতাকে স্পোর্টস কমিটিতে রাখা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন