ব্রাত্য বনগাঁ, নতুন দু’টি পুলিশ জেলার পরিকল্পনা - Aaj Bikel
ব্রাত্য বনগাঁ, নতুন দু’টি পুলিশ জেলার পরিকল্পনা

ব্রাত্য বনগাঁ, নতুন দু’টি পুলিশ জেলার পরিকল্পনা

Share This

বাসাসত: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উত্তর ২৪ পরগনায় আরও দুটি পুলিশ জেলা তৈরি হতে চলেছে৷ বারাসত ও বসিরহাটকে নিয়ে ওই দুটি পুলিশ জেলা তৈরি হবে৷  এর জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে৷ এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায়৷

এবার বারাসত ও বসিরহাট পুলিশ জেলা তৈরি হতে চলেছে৷ বসিরহাটের দাঙ্গার সময় গোয়েন্দারা রিপোর্টে জানিয়েছিলেন, সীমান্ত পেরিয়ে জঙ্গিরা এ রাজ্যে ঢুকেছিল৷ তারাই বাদুড়িয়ায় গোলমাল পাকিয়েছিল৷ সেখানে চোরাপাচার থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ভিনদেশের দুষ্কৃতীরা৷

বসিরহাট মহকুমায় রয়েছে ১ হাজার ৭৪৫ বর্গ কিমি এলাকা৷ বসিরহাট, বাদুড়িয়া এবং টাকি এই তিনটি পুরসভা এই মহকুমার অন্তর্গত৷ এছাড়াও রয়েছে ১০টি ব্লক ও ৯০টি গ্রাম পঞ্চায়েত৷ বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২, হাড়োয়া, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালি ১ ও ২ এবং স্বরূপনগর পঞ্চায়েত এলাকা বসিরহাট জেলার অন্তর্ভুক্ত হবে৷

পাশাপাশি বারাসত পুলিশ জেলার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে হাবড়া, অশোকনগর কল্যাণগড়, মধ্যমগ্রাম, বারাসত, গোবরডাঙা পুরসভা৷ এছাড়াও থাকবে সাতটি ব্লক৷ এর মধ্যে রয়েছে বারাসত ১ ও ২, আমডাঙা, দেগঙ্গা, হাবড়া ১ ও ২, রাজারহাট প্রভৃতি৷  কিন্তু, এই তালিকায় বনগাঁর নাম না থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে৷ তবে, পরবর্তীতে এই তালিকা সংশোধন করা হতে পারে বলে জানা গিয়েছে৷

এর আগে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বিধাননগর ও বারাকপুর পুলিশ কমিশনারেট তৈরি হয়েছিল৷ পুলিশ জেলা ও কমিশনারেট বাড়ানো হলে পুলিশের সংখ্যা বাড়বে৷ ফলে টহলদারিও বাড়বে পুলিশের৷ ফলে অপরাধ কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে৷ পুলিশের নজরদারি বাড়লে অপরাধও অনেকটা কমে যায়৷ সেই উদ্দেশ্যে রাজ্যের সবচেয়ে বড় জেলায় আরও দুটি পুলিশ জেলা করার সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন৷

কোন মন্তব্য নেই: