৩০ অক্টোবর সমস্ত স্কুলে বিশেষ এই দিনটি পালনের নির্দেশ রাজ্যের - Aaj Bikel
৩০ অক্টোবর সমস্ত স্কুলে বিশেষ এই দিনটি পালনের নির্দেশ রাজ্যের

৩০ অক্টোবর সমস্ত স্কুলে বিশেষ এই দিনটি পালনের নির্দেশ রাজ্যের

Share This

কলকাতা: আগামী ৩০ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি স্কুলে নিবেদিতার জন্ম সার্ধশত বর্ষ পালনের নির্দেশ দিল রাজ্য সরকার৷ সোমবারই চার বছর আগে বাড়িটি অধিগ্রহণ করে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দিয়েছিলেন তিনি৷ সেই বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনের পরে ঘুরে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যে ভাবে বাড়িটির সংস্কার করা হয়েছে তা দেখে খুবই ভাল লাগছে৷’’ এর পরই মঙ্গলবার রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আগামী ৩০ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি স্কুলে নিবেদিতার জন্ম সার্ধশত বর্ষ পালনের৷

এদিন ১৬ নম্বর বোসপাড়া লেনের ওই বাড়িটির উঠোনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই রোয়াক স্পর্শ করেন যেখানে স্বামী বিবেকানন্দ এসে বসেছিলেন৷  দোতলায় নিবেদিতার শয়ন কক্ষে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান মুখ্যমন্ত্রী৷ এ দিন বাগবাজারে ওই বাড়ির সামনেই আয়োজন করা হয়েছিল উদ্বোধন অনুষ্ঠানের৷ মুখ্যমন্ত্রী এদিন জানান, কী ভাবে তিনি এক সময় দখল হয়ে যাওয়া নিবেদিতার ওই বাড়ি মুক্ত করে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দিয়েছেন৷

তিনি জানান, এক দিন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ১৬ নম্বর বোসপাড়া লেনের বাড়িতে তিনি আচমকাই হাজির হয়েছিলেন৷  এমনকী ভাড়াটেকেও বাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ এরপরেও বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে শুরু করলে ২০১৩ সালে রাজ্য সরকার তা অধিগ্রহণ করে ওই বছরই রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেয়৷

কোন মন্তব্য নেই: