হায়দরাবাদ : দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিল সংযুক্তা৷ কিন্তু পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত দু’মাসে ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর৷ শিশু অধিকার রক্ষার আন্দোলনকারীদের দাবি, পড়াশোনায় ভালো ফলাফলের প্রবল চাপেই আত্মহননের পথ বেছে নিচ্ছে পড়ুয়ারা৷
চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নামজাদা কয়েকটি সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তাঁরা যাতে বিষয়টিতে নজর দেন এবং সমস্যা সমাধানে উদ্যোগী হন, স্পষ্ট ভাষায় সে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নতুন নিয়ম তৈরি করে রাজ্য সরকার জানিয়েছে, দিনে আট ঘণ্টার বেশি ছাত্রছাত্রীদের ক্লাস করানো যাবে না৷ পড়ুয়াদের মৌখিক -শারীরিক নিগ্রহ করতে পারবেন না শিক্ষকেরা৷
প্রত্যেক সংস্থায় কাউন্সেলর রাখাও বাধ্যতামূলক করা হয়েছে৷ মনস্তত্ত্ববিদেরা অবশ্য কোচিং সেন্টার , কলেজের পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশার চাপকেও দায়ী করছেন৷ কেরিয়ারের ক্ষেত্রে তাঁদের অতিরিক্ত চাহিদাও কিশোর -কিশোরীদের হতাশার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন