একাধিক পদে রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ - Aaj Bikel
একাধিক পদে রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ

একাধিক পদে রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ

Share This

একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ ৬২৩টি পদে লোক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে৷

শূন্যপদের বিবরণ-

মোট পদ-৬২৩

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে

বয়সসীমা- প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে

বাছাই পদ্ধতি- প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

প্রিলিমিনারি পরীক্ষার নিয়ম- ১০০ নম্বরের পরীক্ষা হবে৷ মেইন পরীক্ষা হবে ২০০ নম্বরের

বেতন- বাছাই হওয়া প্রার্থীরা মাসে ১৩,৫০০ টাকা থেকে ৩৪,৯০০ টাকা

গুরুত্বপূর্ণ দিন-

•    Last date to apply: November 10

•    Preliminary Exam (Tentative): November 27 and November 28

•    Main Exam(Tentative): December 20

আবেদন করার আগে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে দেওয়া তথ্য দেখেন৷

কোন মন্তব্য নেই: