হাইকোর্ট চত্বর থেকে খোয়া গেল টেট ও সিভিক মামলার নথি - Aaj Bikel
হাইকোর্ট চত্বর থেকে খোয়া গেল টেট ও সিভিক মামলার নথি

হাইকোর্ট চত্বর থেকে খোয়া গেল টেট ও সিভিক মামলার নথি

Share This

কলকাতা: হাইকোর্ট চত্বরে দুঃসাহসিক চুরি অভিযোগ৷ শুনানির আগেই মামলার গুরুত্বপূর্ণ নথি লুঠ হয়েছে বলে সূত্রের খবর৷ শোনা যাচ্ছে, আদালত চত্বর থেকেই চুরি গিয়েছে সিভিক ভলেন্টিয়ার ও এসএসসি টেট মামলার গুরুত্বপূর্ণ নথি৷ আইনজীবীর চেম্বার ভেঙে দুটি গুরুত্বপূর্ণ মামলার নথি খোয়া গিয়েছে বলে খবর৷

টেট মামলার শুনানির দিনেই হাইকোর্ট চত্বরে আইনজীবীর চেম্বার থেকে এই নথি চুরি হয় বলে জানা একটি সংবদমাধ্যম জানিয়েছে৷ ওই সংবাদমাধ্যমের দাবি, কিরণশঙ্কর রায় রোডে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার থেকে খোয়া গিয়েছে সিভিক ভলেন্টিয়ার ও টেট মামলার নথি।

এদিনের এই নথি খোয়া যাওয়ার ঘটনায় তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। মামলা চলাকালীন কীভাবে গুরুত্বপূর্ণ মামলার নথী লোপাট হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

কোন মন্তব্য নেই: