পর্ষদ অফিসে বিক্ষোভ, রাতে পড়ুয়াদের পেটাল পুলিশ - Aaj Bikel
পর্ষদ অফিসে বিক্ষোভ, রাতে পড়ুয়াদের পেটাল পুলিশ

পর্ষদ অফিসে বিক্ষোভ, রাতে পড়ুয়াদের পেটাল পুলিশ

Share This

কলকাতা: রাজ্যের ২০১৫ -১৭ শিক্ষাবর্ষের ডিএলএড কলেজের পড়ুয়া বিধাননগরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বিক্ষোভ দেখানে৷ বিক্ষোভ তুলতে গিয়ে রাতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ ঘটনায় পড়ুয়াদের বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷


অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফর্মপূরণ করতে দিতে হবে, এই দাবিতে হয় শুরু হয় বিক্ষোভ-অবস্থান৷ বিক্ষোভের তীব্র বাড়তে থাকায় পড়ুয়াদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ তাদের দাবি, ‘‘আমরা ২০১৫ সালে ভর্তি হয়েছিলাম৷ কোর্স শেষ হয়ে গেলেও এখনও ফাইনাল পরীক্ষা হয়নি৷ শুধু তাই নয়৷ প্রথম বর্ষের পরীক্ষা চলতি বছরের মার্চ মাসে হয়েছিল৷ এখনও তারও ফল বেরয়নি৷ ফলে দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনই হয়নি৷’’


পড়ুয়াদের দাবি, ২০১৫-১৭ বর্ষের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলডি) কোর্সের প্রথম বর্ষের রেজাল্টই জেলায় বের হয়নি। দ্বিতীয় বর্ষের পরীক্ষাও হয়নি। ফলে উত্তর দিনাজপুর জেলার হাজারও ছাত্রছাত্রী টেট পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনায় তাঁরা প্রশাসনের উপর ক্ষুব্ধ।


তাঁদের দাবি, ২০১৫-১৭ বর্ষের ডিইএলইডি কোর্সের ছাত্রছাত্রীরা যাতে টেটে আবেদন করতে পারে সে বিষয়ে প্রশাসন শীঘ্র উদ্যোগ নিক৷  এই দাবিতে সম্প্রতি, ইসলামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে তাঁরা স্মারকলিপিও দেন৷ কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় প্রথমে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযান বাতিল করে বিধাননগরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বিক্ষোভ দেখানে সিদ্ধান্ত নেন পড়ুয়ারা৷ বুধবার ছিল সেই কর্মসূচি৷
জানা গিয়েছে, ২০১৫-১৭ ব্যাচের ডিএলইডি প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের কোর্স শেষ হয়ে গেলেও তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া হয়নি। ২০১৫-১৭ ব্যাচের ডিএলইডি প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের গত জুন মাসেই তাদের কোর্স শেষ হয়ে গেলেও যেহেতু পরীক্ষা নেওয়া হয়নি সে কারণে তারা টেট পরীক্ষায় আবেদন করতে পারছেন না৷ আন্দোলনকারীদের দাবি, চলতি বছরের টেট পরীক্ষায় তাদের আবেদন করতে দিতে হবে। এই দাবিতে জেলায়  জেলায় বিক্ষোভ মিছিল বার করে ডিআইয়ের কাছে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি না মানা হলে পরবর্তী অনশন আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন ছাত্রছাত্রীরা৷


২০১৫-১৭ বর্ষের ডিএলইডি কোর্সের ছাত্রছাত্রীদের বক্তব্য, ‘‘আমাদের প্রথম বর্ষের রেজাল্ট ২০১৬ সালের জুন মাসে বের হওয়ার কথা ছিল। ২০১৭ সালে জুন মাসে দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেওয়া উচিত ছিল। আমাদের কোর্সের সময় সীমা শেষ হয়েছে। আমরা এখন কলেজ থেকে বেরিয়ে গিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত প্রথম বর্ষের রেজাল্টই পাইনি। দ্বিতীয় বর্ষের পরীক্ষাও হয়নি। এটা আমাদের ব্যর্থতা নয়। এনসিটিই নিয়ম অনুসারে আমাদের টেট পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। বিগত বছরগুলিতে টেটে অপ্রশিক্ষিত প্রার্থীরাও চাকরি পেয়েছে। পরে তাঁরা প্রশিক্ষণ নিয়েছেন৷’’


মূলত, চলতি মাসে টেটের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রশিক্ষণ ছাড়া এবার টেটে বসা যাচ্ছে না। আর এতেই মাথায় হাত পড়েছে ২০১৫-১৭ বছরের ডিএলইডি কোর্সের ছাত্রছাত্রীদের৷

কোন মন্তব্য নেই: