কী কাণ্ড! ছাত্রদের হস্টেলে থাকতে চোয়ে ছাত্রীদের বিক্ষোভ, আদৌ কোনও যুক্তি আছে? - Aaj Bikel
কী কাণ্ড! ছাত্রদের হস্টেলে থাকতে চোয়ে ছাত্রীদের বিক্ষোভ, আদৌ কোনও যুক্তি আছে?

কী কাণ্ড! ছাত্রদের হস্টেলে থাকতে চোয়ে ছাত্রীদের বিক্ষোভ, আদৌ কোনও যুক্তি আছে?

Share This

ছাত্রদের সঙ্গে একই আবাসনে থাকতে চায় ছাত্রীরা৷ এই দাবিতে অচলাবস্থা এসআরএফটিআইতে৷ সরকারিভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হস্টেল থাকলেও, দীর্ঘদিন ধরেই এসআরএফটিআইয়ের হস্টেলে একসঙ্গে থাকেন তাঁরা। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, রাত দশটা পর্যন্ত পড়ুয়ারা উভয় হস্টেলে ঢুকতে পারবেন। তারপর ছাত্রীরা ছাত্রদের হস্টেলে অথবা ছাত্ররা ছাত্রীদের হস্টেলে ঢুকতে গেলে একটি খাতায় সই করতে হবে৷

এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা ছেলে মেয়ে নির্বিশেষে সবার একই হস্টেলে থাকার ব্যবস্থা ছিল৷ পৃথক হস্টেলের ব্যবস্থার পর নির্দেশিকা জারি করে ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রীদের বয়েজ হস্টেল খালি করে নির্দিষ্ট করে দেওয়া ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ নয়া নির্দেশিকার জারি হওয়ার পর ক্যাম্পাসে দেখা দেয় বিতর্ক৷

বেশ কিছু ছাত্রী পুরানো ঘর খালি করে পৃথক হস্টেলে যেতে আপত্তি জানান৷ নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পরও বয়েজ হস্টেল ছেড়ে গার্লস হস্টেলে না যাওয়ায় ১৪ জন ছাত্রীকে বরখাস্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ সূত্র থেকে জানা গেছে, এসআরএফটিআইয়ের বয়েজ হস্টেলে ১৪ জন ছাত্রী থাকতেন৷
কর্তৃপক্ষের তরফে নোটিস দিয়ে তাদের হস্টেলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অগ্রাহ্য করে তারা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত না মানায় ওই ১৪জনকে বহিষ্কার করা হয়। এরপরই আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা৷


কোন মন্তব্য নেই: