4G-র দামেই মিলবে 5G পরিষেবা! দিচ্ছে কোন সংস্থা? - Aaj Bikel
4G-র দামেই মিলবে 5G পরিষেবা! দিচ্ছে কোন সংস্থা?

4G-র দামেই মিলবে 5G পরিষেবা! দিচ্ছে কোন সংস্থা?

Share This
ফোর জি-র রমরমা বাজারে শুরু হতে চলেছে  5G পরিষেবা৷ জিও-র সাম্রাজ্যে থাবা বসাতে গ্রাহকদের আরও নতুন ও উন্নত পরিষেবা দিতেই 5G পরিষেবা চালুর করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল কর্তারা। আর তাই দ্রুতই দেশে ফোর-জির চেয়েও হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা ফাইভ-জি চালু করতে চায়ছে এয়ারটেল৷


এই বিষয়ে ইতিমধ্যেই সুইডিশ টেলিকম জায়েন্ট এরিকসন, ফিনল্যান্ডের সংস্থা নোকিয়ার সঙ্গে হাত মিলিয়েছে এয়ারটেল। এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। চুক্তি মোতাবেক, ভারতী এয়ারটেলকে ভারতে ফাইভ-জির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে এরিকসন। কৌশলগত রোডম্যাপও তারাই তৈরি করে দেবে। গত সপ্তাহে স্টকহোমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ভারতী এয়ারটেলের শীর্ষকর্তা অভয় সাভারগাঁওকার, যিনি ভারত-সহ দক্ষিণ এশিয়ায় নেটওয়ার্ক সার্ভিসের ডিরেক্টর৷

এদিকে, দেশে উৎসবের মরশুমে গ্রাহকদের খুশির খবর শুনিয়েছে ভারতী এয়ারটেল। ভোডাফোন ও জিও-কে টেক্কা দিতে ৩৯৯ টাকার বিনিময়ে প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা অফার নিয়ে এসেছে সংস্থাটি। সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কল। এছাড়াও ১৯৯ টাকার প্যাকে পাওয়া যাবে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ এক জিবি ডেটা। সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কল৷

কোন মন্তব্য নেই: