আজ বিকেল: জারি হল সিবিএসই’র নয়া নির্দেশিকা৷ সিবিএসই স্কুলগুলিতে নিয়মশৃঙ্খলা টানতে এই নির্দেশিক জারি করতে চলেছে সিবিএসই বোর্ড৷ নিয়মের আওতায় স্কুল পড়ুয়াদের অভিবাবকদের আয়ের পরিমাণ জানানোর জন্য পুরানো পন্থাকে সংস্কার করা হয়েছে। এছাড়াও ডিজিটাল মাধ্যমে রেজিস্ট্রেশনের কথাও বলা হয়েছে৷
বোর্ডের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কয়েকটি আবশ্যিক কারণ অভিভাবকদের আয়কর রিটার্নের বদলে সেল্ফ ডিক্লারেশকেই গ্রাহ্য করা হবে, সঙ্গে এও বলা হয়েছে সিবিএসইর আওতায় স্কুলগুলির ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে থেকে কোনওরকমের আইটিআর দাবি না করে সে বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে৷
নির্দেশিকায় আরও বলা হয়েছে নবম ও একাদশ শ্রেনীর পড়ুয়াদের পড়াশুনা সংক্রান্ত সমস্ত তথ্য একটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে,তবে সেই তথ্য পেতে গেলে সিবিএসই অ্যাফিলেটেড স্কুলগুলির রেজিস্ট্রেশন থাক আবশ্যক৷
বোর্ডের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কয়েকটি আবশ্যিক কারণ অভিভাবকদের আয়কর রিটার্নের বদলে সেল্ফ ডিক্লারেশকেই গ্রাহ্য করা হবে, সঙ্গে এও বলা হয়েছে সিবিএসইর আওতায় স্কুলগুলির ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে থেকে কোনওরকমের আইটিআর দাবি না করে সে বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে৷
নির্দেশিকায় আরও বলা হয়েছে নবম ও একাদশ শ্রেনীর পড়ুয়াদের পড়াশুনা সংক্রান্ত সমস্ত তথ্য একটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে,তবে সেই তথ্য পেতে গেলে সিবিএসই অ্যাফিলেটেড স্কুলগুলির রেজিস্ট্রেশন থাক আবশ্যক৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন