স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশ - Aaj Bikel
স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশ

স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশ

Share This
আজ বিকেল: স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে স্কুলগুলিকে নির্দেশ পাঠাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ সেই মতো রাজ্যের তরফেও স্কুলগুলিকে নির্দিষ্ট করে কয়েকটি বিষয়ের উপর বাড়তি নজর দিতে বলা হয়েছে৷ নিরাপত্তার সঙ্গে কোনওভাবে আপস করা চলবে না বলেই কেন্দ্র ওই নির্দেশিকায় জানানো হয়েছে৷

 স্কুলশিক্ষা দফতরের সচিবের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, একজন পড়ুয়া স্কুলে সবচেয়ে বেশি সময় কাটায়৷ গোটা দেশে শিশুদের নিরাপত্তা এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ ছাত্রছাত্রীদের নিরাপদ রাখাই হচ্ছে একটি স্কুলের মূল দায়িত্ব৷ চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে বহিরাগতদের থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে হবে৷ কোনওভাবেই যাতে বাইরে থেকে কেউ স্কুলে এসে কারও ক্ষতি না করে দেয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু স্কুল কর্তৃপক্ষের৷ 

স্কুলের মধ্যেও যাতে কোনও পড়ুয়া বিপদের মুখে না পড়ে, তাও দেখতে হবে৷  শারীরিক সুরক্ষার পাশাপাশি পড়ুয়াদের যাতে পরিস্রুত পানীয় জল এবং পরিচ্ছন্নতা বজায় রেখে মিড ডে মিল দেওয়া হয়, তার জন্যও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে৷   একই সঙ্গে চারদিকে যেভাবে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ছড়াচ্ছে, স্কুলগুলিকে সেইসব দিকেও নজর দিতে হবে৷ 


এদিকে, সিবিএসই বোর্ডের তরফেও তাদের অধীনে থাকা স্কুলগুলিকে বিপর্যয় মোকাবিলা করার নানা নির্দেশিকা পাঠানো হয়েছে৷ এই নির্দেশিকাগুলি অবশ্য জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা তৈরি করেছে৷  সিবিএসই স্কুলগুলি যাতে এগুলি মেনে চলে, সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলার এমন নির্দেশিকা অবশ্য রাজ্যের স্কুলগুলির জন্যও দরকার ছিল বলে মনে করছে শিক্ষকদের একাংশ৷

কোন মন্তব্য নেই: