রাজ্যের প্রায় দেড় লক্ষ শিক্ষককে বিপাকে ফেলে কেন্দ্রের নয়া নির্দেশ - Aaj Bikel
রাজ্যের প্রায় দেড় লক্ষ শিক্ষককে বিপাকে ফেলে কেন্দ্রের নয়া নির্দেশ

রাজ্যের প্রায় দেড় লক্ষ শিক্ষককে বিপাকে ফেলে কেন্দ্রের নয়া নির্দেশ

Share This
কলকাতা: প্রশিক্ষণহীন শিক্ষকের সংখ্যার নিরিখে দেশে চতুর্থ পশ্চিমবঙ্গ৷ উল্লেখযোগ্য ভাবে রাজ্যের বেসরকারি স্কুলতে অধিকাংশ শিক্ষক প্রশিক্ষণহীন৷ চাঞ্চল্যকর এমনই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের জানিয়েছেন, প্রশিক্ষণহীন শিক্ষকদের সংখ্যায় দেশের মধ্যে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ৷
পরিসংখ্যান বলছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রশিক্ষণ কোর্স করার জন্য, গোটা দেশ থেকে জমা পড়েছে প্রায় ১৫ লক্ষ আবেদন৷ কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, আবেদনকারীদের মধ্যে ১০ লক্ষই বেসরকারি স্কুলের শিক্ষক৷ পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন ১ লক্ষ ৬৯ হাজার শিক্ষক৷


ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ান, এমন সব স্কুল শিক্ষকদের ২০১৯-এর মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশনের পরীক্ষায় পাশ করতে হবে৷ নির্দেশ জারি করেছে কেন্দ্র৷ টিচারদের হাতে ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশনের সার্টিফিকেট তুলে দিতে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং, ডিসট্যান্স কোর্স চালু করেছে৷ সারা দেশে ইতিমধ্যেই পরীক্ষার ফি জমা দিয়েছেন ১২ লক্ষ ৭০ হাজার শিক্ষক-শিক্ষিকা৷


মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশে বলা হয়েছে, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিংয়ে ডিসট্যান্স মোডে এলিমেন্টরি এডুকেশনে ডিপ্লোমা করা যাবে৷ স্কুলে চাকরি করতে হলে ২০১৯-এর মার্চের মধ্যে ৫০ শতাংশ নম্বর পেয়ে ৪টি সেমিস্টারে পাশ করতেই হবে৷ না হলে চাকরি খোয়া যেতে পারে৷


কেন্দ্রের নির্দেশের পর এ রাজ্যের বেসরকারি স্কুল টিচাররা এনআইওএস এর ডিসট্যান্স কোর্সে নাম লেখাতে শুরু করেছেন৷ যদিও, এই পরিসংখ্যানে গলদ আছে বলে দাবি এ রাজ্যের প্রাইভেট স্কুলগুলির৷ অনেক আগেই কেন্দ্রের এই উদ্যোগ নেওয়া উচিত ছিল৷ বলছেন, রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি৷ তবে, চূড়ান্ত সময়সীমা বেধে দেওয়ায় প্রশিক্ষণহীন শিক্ষকরা চাকরির স্বার্থেই এ বার প্রশিক্ষণ নিতে এগিয়ে আসবেন বলে মনে করছে কেন্দ্র৷

কোন মন্তব্য নেই: