রাজ্য আরও ১২টি আইটি পার্ক তৈরি করবে সরকার - Aaj Bikel
রাজ্য আরও ১২টি আইটি পার্ক তৈরি করবে সরকার

রাজ্য আরও ১২টি আইটি পার্ক তৈরি করবে সরকার

Share This

হলদিয়া : রাজ্যে কর্মসংস্থান বাড়াতে তথ্যপ্রযুক্তি শিল্পে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার৷ আরও ১২টি আইটি পার্কের পরিকল্পনা করা হয়েছে বলে ঘোষণা করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু৷

হলদিয়ায় ওয়েবেল আইটি পার্কের কাজের আনুষ্ঠানিক সূচনা করে তিনি জানান, বিনিয়োগ টানতে নতুন করে ‘আইটি ইনসেনটিভ পলিসি ’ তৈরি করা হচ্ছে৷ ব্রাত্য বলেন, ‘হলদিয়ার মতো রাজ্যে আরও ১২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে৷ পরবর্তী পর্যায়ে শিলিগুড়ি, মালদহ, কৃষ্ণনগর ও বানতলায় ৪টি সফটওয়ার পার্ক এবং একটি হার্ডওয়ার পার্ক গড়ে তোলা হবে৷’ তথ্যপ্রযুক্তিকে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে শুধু শহর বা শিল্পাঞ্চল নয়, বিভিন্ন জেলাতেও পরিকাঠামো তৈরি চাইছে রাজ্য সরকার৷

কোন মন্তব্য নেই: