নেন কি ভারতে কটি হাইকোর্ট রয়েছে? জানেন কি দেশের ২৪টি হাইকোর্টের বিচারপতিদের নাম? জানেন কি, ২৪জনের মধ্যে দু’জন বাঙালি প্রধান বিচারপতি পদে রয়েছেন? যদি উপরের প্রশ্নগুলি অজানা থাকে, তাহলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি৷
ভারতের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের নামের তালিকা
► এলাহাবাদ হাইকোর্ট: দিলীপ বাবাসাহেব ভোঁসলে
► ছত্তিসগড় হাইকোর্ট : টি.বি.রাধাকৃষ্ণাণ
► দিল্লি হাইকোর্ট : গীতা মিত্তাল [কার্যকরী]
► গুয়াহাটি হাইকোর্ট : অজিত সিং
► গুজরাত হাইকোর্ট : আর. সুভাষ রেড্ডি
► হায়দ্রাবাদ জুডিক্যাচার হাইকোর্ট : রমেশ রঙ্গনাথন [কার্যকরী]
► হিমাচল প্রদেশ হাইকোর্ট : সঞ্জয় কারোল [কার্যকরী]
► জম্মু ও কাশ্মীর হাইকোর্ট : বাদার ডুরেজ আহমেদ
► ঝাড়খণ্ড হাইকোর্ট : প্রদীপ কুমার মোহান্তি
► কর্নাটক হাইকোর্ট : শুভ্রকমল মুখোপাধ্যায়
► কেরল হাইকোর্ট : নবনিতি প্রসাদ সিং
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম জানেন? পড়ুন, কাজে লাগবে
► ক্যালকাটা হাইকোর্ট (কলকাতা): নিশীথ নির্মল মাত্রে [কার্যকরী] - ২০ সেপ্টেম্বর থেকে এই পদে দায়িত্বভার নেবেন রাকেশ তিওয়ারী। এই পদে এতদিন দায়িত্বভার সামলেছেন নিশীথা মাত্রে। তাঁর অবসর নেওয়ার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাকেশ তিওয়ারীকেই প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হচ্ছে৷
► মধ্যপ্রদেশ হাইকোর্ট : হেমন্ত গুপ্তা
► মণিপুর হাইকোর্ট : রাকেশ রঞ্জন প্রসাদ
► উত্তরাখণ্ড হাইকোর্ট : কে. এম. জোসেফ
► মাদ্রাজ হাইকোর্ট : ইন্দিরা বন্দ্যোপাধ্যায়
► মেঘালয় হাইকোর্ট : দীনেশ মহেশ্বরী
► বোম্বাই হাইকোর্ট : মঞ্জুলা চেল্লুর
আরও পড়ুন- হাইকোর্টের রায়ে চাকরি বহাল ১ লক্ষ ৩০ হাজারের
► ওড়িশা হাইকোর্ট : ভিনিত সরণ
► পাটনা হাইকোর্ট : রাজেন্দ্র মেনন
► পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট : শিবাক্স জাল ভাজিফদার
► রাজস্থান হাইকোর্ট : প্রদীপ নন্দরাজগ
► সিকিম হাইকোর্ট : সতীশ কুমার অগ্নিহোত্রী
► ত্রিপুরা হাইকোর্ট : তিন লিয়ান থাং ভাইফেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন