আজ বিকেল: বনগাঁ মহকুমায় জাল মার্কশিট ছাপিয়ে কোটি কোটি টাকা প্রতারণা চক্রের পর্দেশ ফাঁস করল লালবাজারের স্পেশাল সেলের গোয়েন্দারা৷
জাল মার্কশিট কাণ্ডে তদন্তে নেমে গোয়েন্দারা গাইঘাটার চাঁদাবাজার থেকে সুধাঙ্কর ঘোষ নামের এক যুবককে গ্রেফতার করে৷ একই সঙ্গে বিরাটি থেকে আরও এক যুবকে গ্রেফতার করেন গোয়েন্দারা৷
লালবাজার সূত্রের খবর, ধৃতরা ১৫-২৫ হাজার টাকার বিনিময়ে কামরাজ, মাদুরাই, বুন্দেলখন্ডের মতো বিশ্ববিদ্যালয়ের জাল মার্কশিট ও সার্টিফিকেট সরবরাহ করত। পাশাপাশি, ছাত্র ছাত্রীদের আস্থা অর্জন করতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল বলে দাবি গোয়েন্দাদের।
ধৃতদের কাছ থেকে জাল মার্কশিট ও সার্টিফিকেটের পাশাপাশি ল্যাপটপ, দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ১৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
সীমান্ত শহরের হাঁড়ির খবর ~আজ বিকেল ই-পেপার
[left-sidebar]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন