আজ বিকেল: যশোর রোডে গাছ কাটা বিরোধী জনস্বার্থ মামলায় রিপোর্ট জমা দিতে আরও এক সপ্তাহ সময় দিল হাইকোর্ট নিযুক্ত দু’ই কোর্ট অফিসার৷
গত শুক্রবার হাইকোর্টে প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বাড়তি সময় চেয়ে আবেদন জানানো কোর্ট অফিসার কৌশিক দে ও বিশ্বরূপ নন্দী৷ আদালত, তাঁদের আবেদন মঞ্জুর করেন৷
আদালত নিযুক্ত অফিসাররা বাড়তি সময় চাওয়ার জন্য এদিন মামলার শুনানি স্থগিত রাখা হয়৷ আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা৷
সীমান্ত শহরের হাঁড়ির খবর ~আজ বিকেল ই-পেপার
[left-sidebar]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন