আজ বিকেল: রাজ্যে গত কয়েকদিনে একের পর এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হয়েছেন। এবার পুলিশের জালে ধরা পড়লেন এক ভুয়ো আইনজীবী। ধৃতের নাম সাগর সূত্রধর (২৫)। তিনি বনগাঁ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা।
পড়ুন আজ বিকেল ই-সংস্করণ
সূত্রের খবর, সম্প্রতি বনগাঁ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরব ঘোষের ঘরে ঢোকেন তিনি। সেখানে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আপ্ত সহায়ক জানতে চান তিনি ওই ঘরে কেন? উত্তরে সাগর জানান, বনগাঁ আদালতের আইনজীবী তিনি। একটি বিশেষ কাজে এই ঘরে এসেছেন। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় এই নামে কোনও আইনজীবী নেই। সঙ্গে সঙ্গে বনগাঁ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ধরে নিয়ে যায় সাগর সূত্রধরকে।
আরও জানা গিয়েছে, সুকুমার দেবনাথ নামে এক আইনজীবীর সেরেস্তায় কাজ করতেন তিনি। সুকুমারবাবুর জানান, ঘটনার সময় আদালতে ছিলেন না তিনি। বিশেষ কাজে বাইরে ছিলেন। তবে সাগরের গ্রেফতারির খবর শুনেছেন৷
অভিযুক্ত সাগরের বাড়িতে গিয়ে কারও দেখা পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পর তাঁর দিদি জানান, সাগর বনগাঁ আদালতে প্র্যাকটিস করছিলেন। বিহারের একটি বেসরকারি কলেজে থেকে পড়াশোনা করছেন তিনি। বনগাঁ আদালতের সরকারি আইনজীবীদের কথায়, এই ধরনের বহু ভুয়ো আইনজীবী আছেন। তাঁদের গ্রেফতার করতে এগিয়ে আসতে হবে প্রশাসনকে৷
পড়ুন আজ বিকেল ই-সংস্করণ
এই ঘটনার ছড়িয়ে পড়তেই আদালতে বাকি ভুয়ো আইনজীবী ও জাল মহুরিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি তোলেন অন্যান্য আইনজীবীরা৷ পাশাপাশি আদালত চত্বরে ‘দালালরাজ’ রুখতে প্রতিবাদও জানানো হয়৷ গত বুধবার বনগাঁ আদালতের আইনজীবীরা একযোগে বিক্ষোভ দেখান৷ এদিন সকালে আদালত চত্বরে মিছিল করার পর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা৷
পড়ুন আজ বিকেল ই-সংস্করণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন