একান্তে ভাবুন কোন বিষয়ে আপনার ভালোবাসা আছে - Aaj Bikel
একান্তে ভাবুন কোন বিষয়ে আপনার ভালোবাসা আছে

একান্তে ভাবুন কোন বিষয়ে আপনার ভালোবাসা আছে

Share This

রীতেশ সাহা
ব্যবসা বলতে এক অতি সাধারণ মেধার জীবিকা। এমন দৃশ্যপট ভেসে ওঠে। নয়কি? যেখানে একজন সকাল ৭টায় দোকান খুলছে, রাত ১১টায় বন্ধ, মাঝে শুধু ২ঘণ্টা বাড়ি ফিরে দু'টো খেয়ে একটা ছোট্ট ভাতঘুম। একটা আপাত অনিশ্চিত জীবন। 
পড়ুন আজ বিকেল ই-সংস্করণ 
এমন ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে৷ বিশেষ করে আমাদের (বাঙালি)। যাঁরা চাকরির জন্য জীবনের অনেকটা সময় ব্যয় করবার পর দ্বিতীয় কোন অপশন অনুপযুক্ত হলে ভগ্নমনে তৃতীয় অপশন হিসাবে বেছে নেন ব্যবসা। তত দিনে জীবনীশক্তি, উৎসাহ, ঝুঁকি নেওয়ার মানসিকতা প্রায় নিশ্বসিত। তারপর ছোট কোনও ব্যবসা খুলে শুরু হয় ‘ডিউটি’ পালন। ছোট বেলা থেকে চাকুরীজীবী মানসিকতা লালন করে এসে তাই ভালোবাসতে পারেন না নিজের প্রতিষ্ঠানকে। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতে গিয়ে কেমন যেন অপ্রতিভ হয়ে যান। কারণ ছোট বেলা থেকে মননে ইনজেক্ট করান হয়েছে চাকরি পেতে হবে, তবেই জীবন সফল। জীবন নিশ্চিন্ত।

অথচ আমরা মনে রাখিনি পৃথিবীর প্রথম এবং আদিমতম জীবিকা কিন্তু বাণিজ্য, অর্থনীতির মূল ভিত। সেটা বিনিময় ব্যবস্থা থেকে শুরু করে আজ মুদ্রিকরণ (monetization) ব্যবসা অবধি। মহান মৌর্য সম্রাট অশোকও কিন্তু অন্যান্য রাজাদের মতো আদপেই একজন ব্যবসায়ী ছিলেন, যিনি আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ব্যণিজ্য বিস্তার করতে সমগ্র দক্ষিণ ভারতসহ কলিঙ্গ জয় করেছিলেন। পৃথিবীর কোনও প্রতিষ্ঠানই ব্যবসার বাইরে নয়। হতে পারে না। তবে কেন আমাদের ব্যবসা সম্পর্কে এখনও নেতিবাচক মনোভাব থাকবে। একটু ভেবে দেখলে বোঝা যাবে আমাদের চাকরি করার মানসিকতাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদেশে ব্যবসার লং টার্ম আফটার এফেক্ট। যখন ইংরেজদের ব্যবসা চালানো জন্য দরকার ছিল প্রচুর কর্মী যারা নথিপত্র ও হিসাব সামলাতেন। আমরা কিন্তু স্বাধীন হয়েছি সত্তর বছর হয়ে গেল। আমাদের চিন্তা ভাবনা পুরোপুরি স্বাধীন হয়েছে কি? কেন আমরা ভাবতে পারি না একটা স্বাধীন জীবিকা। যেখানে আপনি নিজেই নিজের বস্। আমার মনে হয় একজন শিল্পী যেমন প্যাসনেট তার শিল্পে সেটা পেইন্ট হোক বা কবিতা। সেরকম প্যসনের সঙ্গে ব্যবসা করলে একজন শিল্পপতি হওয়া সম্ভব।


আধুনিক ব্যবসা কিন্তু অনেক বেশী নলেজ বেসড৷ প্রতি নিয়ত নিজেকে ও ব্যবসাকে আপডেট করতে হয়। পুঁজি ব্যবসায় নিয়োগের সঙ্গে সঙ্গে সেই ব্যবসা সংক্রান্ত শিক্ষায়তেও ইনভেস্ট করতে হয় নিয়ত। শিক্ষা শেখায় উন্নততর প্রযুক্তির ব্যবহার যা ব্যবসাকে করে তোলে পরিচ্ছন্ন ও চাপমুক্ত। তবেই না একজন ব্যবসায়ী উদয়াস্ত পরিশ্রম থেকে বেরিয়ে এসে হয়ে উঠবে আরও বেশী সামাজিক, নিজের ভালোলাগার প্রতি যত্নশীল৷  তাই নতুন প্রজন্মের কাছে আবেদন, বিশেষ করে মহিলাদের কাছে। আপনার ভালোবেসে সিংহদুয়ারটা ঠেলুন৷ দেখবেন লাল কার্পেট বিছানো  আপনার জন্য অপেক্ষা করছে।
এখন যদি কেউ ভাবেন তবে কি ব্যবসা করবেন ঠিক করতে পারছেন না। তবে বলব আপনি ভাবুন... একান্তে ভাবুন কোন কোন বিষয়ে আপনার ভালোবাসা আছে বা ছোট বেলায় ছিল। যেটা করতে আপনার ভালো লাগে, ক্লান্ত হয়ে পড়েন না। যেকাজে বৈচিত্র খুঁজে পান। সেরকম একটা বিষয় খুঁজে নিন৷ একটু পড়াশুনা করুন৷ প্রয়োজনে কারিগরি শিক্ষা নিন। তারপর ইমপ্লিমেন্ট করুন ধীরে ধীরে। একটা সময়ের পরে দেখবেন অনেক পথ খুলে গেছে আপনার সামনে। তখন আপনাকে শুধু একজন দায়িত্বশীল পরিব্রাজক হতে হবে।

কোন মন্তব্য নেই: