ইসলামাবাদ : পাকিস্তানের বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক জিও টিভির সম্প্রচার দেশের বিভিন্ন জায়গায় বন্ধ করা হল । প্রাথমিক ভাবে অনুমান, পাক সেনার নির্দেশেই বন্ধ করতে হয়েছে এই টিভি চ্যানেলের সম্প্রচার৷
জিও টিভির বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষের ওপর অত্যধিক প্রভাব ফেলছে এই সংবাদমাধ্যম৷ স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এই চ্যানেল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি৷ তাহলে কি করে এই চ্যানেলকে দেখানো হচ্ছে না বা এর সম্প্রচার দেশের বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি তিনি৷ গোটা ঘটনার মোকাবিলা করতে আসরে নেমেছে জিও টিভি কর্তৃপক্ষ৷ ট্যুইট করে তারা দর্শকদের জানিয়েছে যদি পাকিস্তানের কোনও দর্শক চ্যানেলের সম্প্রচার দেখতে না পান, তবে একটি নম্বরে ফোন করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে৷ জিও নেটওয়ার্কের প্রধান আধিকারিক বলেছেন দেশের ৮০ শতাংশ জায়গায় জিও টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে৷ তবে কোনও বিশেষ কারোর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নি৷
সেনাবারাক এলাকাগুলিতে এবং সেনা ছাউনি অধ্যুষিত এলাকাগুলিতে প্রথম বন্ধ করা হয়েছে জিও নিউজের সম্প্রচার৷ মার্চ মাসের প্রথম সপ্তাহেই এই এলাকা গুলিতে সম্প্রচার বন্ধ করা হয়৷ অন্যদিকে, পাকিস্তান ইলেকট্রেনিক মিডিয়া রেগুলেটারি অথরিটি জানিয়েছে কোনও কেবল অপারেটরকে জিও টিভির সম্প্রচার বন্ধ করতে বলা হয়নি৷ এই ঘটনার সমালোচনার করেছেন পাক সাংবাদিকদের একাংশ৷ গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন তাঁরা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন