চা-বাগানে যুবতীর অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে বিজেপি মহিলা মোর্চা - Aaj Bikel
চা-বাগানে যুবতীর অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে বিজেপি মহিলা মোর্চা

চা-বাগানে যুবতীর অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে বিজেপি মহিলা মোর্চা

Share This

আগরতলা   :  মোহনপুরে একটি চা বাগানের মাটি খুঁড়ে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-র মহিলা মোর্চা তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। মহিলা মোর্চার এক প্রতিনিধিদল শনিবার ঘটনাস্থল সফর করেছে।

আগরতলায় ফিরে মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, "গত এক এপ্রিল সিধাই থানার অন্তর্গত কলাগাছিয়ার ব্রজবিনোদিনী চা বাগান এলাকার বাসিন্দা বিমল মুণ্ডার নাবালিকা কন্যা সবিতা মুণ্ডা তার পরিবারের সদস্যদের সঙ্গে কীর্তনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরেরদিন সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। তার এই মৃত্যু রহস্যজনক। কারণ তার দেহ ময়না তদন্ত না-করে এবং পুলিশকে না-জানিয়ে মাটিচাপা দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় এবং ৬ এপ্রিল রাতে সবিতা মুণ্ডার মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এখন ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে।"

তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে তিনি ছুটে যান ঘটনাস্থলে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। এবার সবিতার মৃত্যুর রহস্য উন্মোচন হবে এবং খুব শীঘ্রই দোষীকে গ্রেফতার হবে। পুলিশ আইন অনুযায়ী দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলে আশা ব্যক্ত করেছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত।

কোন মন্তব্য নেই: