আইন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য পদে কাল দায়িত্ব নিচ্ছেন অমিত তালুকদার - Aaj Bikel
আইন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য পদে কাল দায়িত্ব নিচ্ছেন অমিত তালুকদার

আইন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য পদে কাল দায়িত্ব নিচ্ছেন অমিত তালুকদার

Share This

কলকাতা: ন্যাশনাল ইউনিভির্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের (এনইউজেএস) অস্থায়ী উপাচার্য হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিত তালুকদার। কাল সোমবার তিনি দায়িত্ব নেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি ইশ্বর ভাট গত ২৮ মার্চ পদত্যাগ করেছেন।

দেশের অন্যতম নামী এই আইন বিশ্ববিদ্যালয় কলকাতায় প্রতিষ্ঠিত হয় ১৮ বছর আগে। বিশ্বভারতী বাদে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল হলেও এনইউজেএসের আচার্য হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ২০১১-র নভেম্বর মাসে উপাচার্য হিসাবে সেখানে দায়িত্ব নেন আইনে পিএইচডি এবঃ মাইসোর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ৬২ বছরের পি ইশ্বর ভাট। ২০১৬-র সেপ্টেম্বর মাসে এনইউজেএস-এর উপাচার্য পদে তাঁর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়।

বেশ কিছুকাল ধরে নানা জটিলতা তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠানে। সমস্যা সমাধানের জন্য তৈরি হয় কমিশন। বেশ কিছু সুপারিশ করে সেটি। দাবি ওঠে কমিশনের রিপোর্ট প্রকাশ করার। উপাচার্য তাতে সম্মতি দেননি। এর পর নানা অনিয়মের প্রতিবাদে এনইউজেএসে শুরু হয় ছাত্রবিক্ষোভ। উপাচার্যের অপসারণের দাবিতে ২৮ মার্চ নজীরবিহীন ভাবে ক্লাশ বয়কট করে তারা।

ওই দিনই ভাট প্রধান বিচারপতি দীপক মিশ্রর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বাড়িতে ছাত্রদের জুরিডিক্যাল অ্যাসোসিয়েশন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে পদত্যাগের কথা ঘোষণা করেন। এতে অবশ্য যুক্তি হিসাবে ভাট স্বাস্থ্য এবং পারিবারিক কারণ দেখিয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিচালনমন্ডলিতে ভাটের পদত্যাগ গৃহিত হয়। অস্থায়ী রেজিষ্ট্রার সরাফরাজ আহমেদ খান এ কথা জানিয়ে বলেন, 'সোমবার ভাটের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবেন অমিত তালুকদার।'

কোন মন্তব্য নেই: