পাকিস্তান, চিন সীমান্তে আজ বৃহত্তম মহড়া ভারতীয় বিমান বাহিনীর - Aaj Bikel
পাকিস্তান, চিন সীমান্তে আজ বৃহত্তম মহড়া ভারতীয় বিমান বাহিনীর

পাকিস্তান, চিন সীমান্তে আজ বৃহত্তম মহড়া ভারতীয় বিমান বাহিনীর

Share This

নয়াদিল্লি: একটা সময় সীমান্তে নিরাপত্তা কড়া ছিল না। বিভিন্ন সেনাপোস্টের মধ্যে সংযোগ তৈরি করা ছিল দুরূহ। মিলিটারি কমান্ডও ছিল খুবই দুর্বল। তবে সেসব এখন অতীত ইতিহাস। এবার কড়া হাতে পাকিস্তান ও চিনকে সামলাতে রণক্ষেত্রে নেমে পড়েছে ভারত। তারই অংশ হিসেবে, রবিবার, ৮ এপ্রিল থেকে ভারতীয় বিমান বাহিনী ‘গগনশক্তি’ নামে সর্বোচ্চ ও সব ধরনের সরঞ্জাম নিয়ে মহড়া চালাবে। চলবে ২২ এপ্রিল। এই মহড়ার লক্ষ্য হল, সংক্ষিপ্ত ও তীব্র যুদ্ধের সময় বাস্তবভিত্তিক সমন্বয়, নিজেদের শক্তি যাচাই করা।

কোন মন্তব্য নেই: