কলকাতা : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার | শনিবার কলকাতায় এমনটাই দাবি করলেন সে দেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার কলকাতায় এক আলোচনাচক্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তারানা হালিম। সেখানে বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার বলে প্রতিষ্ঠিত করার চেষ্ তারানা হালিম । বলেন, “বাংলাদেশে নায্য সম্মান ও স্বীকৃতি অবশ্যই পান সংখ্যালঘুরা। বিএনপি আমলে বাংলাদেশকে জঙ্গিবাদের আঁতুরঘর করে তোলা হয়েছিল। রাষ্ট্রের মদতে চলত সন্ত্রাসবাদ। এখন পরিবেশ আমূল বদলে গিয়েছে।”
প্রধান অতিথির ভাষণে তারানা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ একটা অপপ্রচার। আমি রাজনীতি করি। রাজনীতিক হিসাবেই এর তীব্র বিরোধিতা করছি। আমাদের সচিব পদে ৩২ জন হিন্দু রয়েছে। ২০১৬ সালের সমীক্ষায় বাংলাদেশে ১০ দশমিক ৭০ শতাংশ ছিলেন অমুসলিম। এখন এই শতাংশ আরও বেড়েছে।”
তারানা বলেন, “কেউ প্রশ্ন তুলতে পারেন, বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘুরা কি আদৌ সুবিচার পান? দায়িত্বের সঙ্গে আমি দাবি করব, হ্যাঁ। পুরোমাত্রায় পান। ২০১৬-’১৭ অর্থবর্ষে ২০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে সংখ্যালঘু কল্যাণের জন্য। ৩০ হাজারের ওপর পুজোমন্ডপ রয়েছে। মন্দির রয়েছে ৪০ হাজারের ওপর। তিনটি বৌদ্ধমন্দিরের জন্য সম্প্রতি ৩০ একর জমি দিয়েছে শেখ হাসিনা সরকার।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন