কলকাতা: ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রবিবার রাজপথে নামলেন বিশিষ্ট জনেরা৷ এদিন ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে যোগ দেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা৷ আসানসোল, রানিগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ থামানোর দাবি নিয়ে আজ পথে নামা কলকাতার খ্যাতনামা নাগরিকদের৷
সিঙ্গুর, নন্দীগ্রাম পর্বে বুদ্ধিজীবীদের প্রতিবাদ মিছিল দেখেছে কলকাতা, সাক্ষী থেকেছে বাংলা৷ এই বাংলাই গোটা দেশকে দেখিয়ে দিয়েছে সম্মিলিত প্রতিবাদ কত বড় ‘পরিবর্তন’ আনতে পারে৷ কবি শঙ্খ ঘোষ, নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদাররা রবিবার পথে হাঁটলেন৷ ধর্মতলা থেকে রবীন্দ্র সদন শান্তির আহ্বানে মিছিল করলেন৷
এদিনের মিছিলের পুরোভাগে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পবিত্র সরকার, দেবদূত ঘোষ, মনোজ ভট্টাচার্য, মেঘনাদ ভট্টাচার্য প্রমুখ৷ মিছিলের মাঝ বরাবর আরও একটি ব্যানার৷ সেই ব্যানার হাতে সম্প্রীতির টানে বিশিষ্টদের মিছিলে পা মেলান রাজ্যের বামপন্থী নেতা-নেত্রীরাও৷ হাঁটেন বামফ্রন্টের বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, শ্যামল চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্যরা৷ পথে যেতে যেতেই তরুণ মজুমদার জানালেন,‘এখন ধর্মের নামে রাজনীতি চলছে৷ প্রত্যেক নাগরিকের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো’। নাট্যকার মেঘনাদ ভট্টাচার্য বলেন, ‘ধর্মের নামে রাজনীতি হচ্ছে৷ এটা ভয়ঙ্কর ব্যাপার৷ আমাদের পরম্পরায় কোনওদিনই এসব ছিল না৷ চিরায়ত কাল থেকে আমাদের সহাবস্থানের সংস্কৃতি চলে আসছে৷ কিন্তু এখন সেই সংস্কৃতি ভাঙতে চলেছে৷ ধর্মের নামে রাজনীতি চলছে৷ বিপদ, ভয়ঙ্কর বিপদ৷ আমরা এখানে এসেছি সেই ভয়ঙ্কর বিপদ ঠেকাতে৷ আমরা যেকোনও অত্যাচারিত মানুষ, আক্রান্ত মানুষের পক্ষে আছি৷ এই বার্তা দিতেই আজ মিছিলে পা মিলিয়েছি’। অভিনেতা দেবদূত ঘোষ। বললেন, ‘আমাদের দেশটা সব মানুষের সব ধর্মের৷ সেটা বোঝানোর সময় এসেছে৷ রাজ্যের সংখ্যালঘু মানুষ আতঙ্কিত মনে যাতে বাস না করেন। তাঁদের একটু ভরসা দিতেই আজকের এই মিছিল’।
সিপিএম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘হিংসা সুবিধাবাদীর দুনিয়া চলছে। অনেকে এই মিছিলে পা মেলাননি। তাঁরা হয়তো সম্প্রীতির ভিন্ন অর্থ করেন। সেসব তাঁদের বোধ ও বিবেচনার বিষয়। আমি সম্প্রীতি বলতে বুঝি ধর্মহীন মানবতাবাদী চিন্তা’। এদিন মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন কবি শঙ্খ ঘোষ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন