আজ গভীর রাত পর্যন্ত মেট্রো - Aaj Bikel
আজ গভীর রাত পর্যন্ত মেট্রো

আজ গভীর রাত পর্যন্ত মেট্রো

Share This
কলকাতা  : আজ রবিবার আইপিএল জ্বরে কাবু কলকাতা । আজ ৮ এপ্রিল থেকেই শহরে শুরু হচ্ছে নাইট রাইডার্সের প্রথম আইপিএল অভিযান । মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কেকেআর ভক্তদের ভিড় সামাল দিতে আজ অতিরিক্ত রেক চালানো হবে । ছুটির দিন সাধারণত ১১০বার মেট্রো চলে । কিন্তু, আজ ১১২ বার আপ ও ১১২ বার ডাউনে ট্রেন চালানো হবে । মেট্রো চলবে গভীর রাত পর্যন্ত ।

কলকাতায় নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আজ । তাই এদিন বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ । রাত ১২ টা ১৫ মিনিটে এসপ্লানেড থেকে ছাড়বে একটি মেট্রো । সেটি দমদম পৌঁছবে ১২টা ৩৪ মিনিটে । ওই একই সময়ে অর্থাত্ ১২টা ১৫ মিনিটে ছাড়বে মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে । সেই ট্রেনটি কবি সুভাষ পৌঁছবে ১২টা ৪৫ মিনিটে । আইপিএলের ম্যাচ শেষ হতে অনেক রাত হয় । রাত বিরেতে যানবাহন পেতে সমস্যা অনেক ।

 প্রিয় দলের সমর্থনে গলা ফাটাতে প্রতিটি ম্যাচেই ইডেন ভরিয়ে তোলেন কেকেআর ভক্তরা । এবার আবার নতুন অধিনায়ক, নতুন দল । ফলে উন্মাদনার পারদ যে আরও চড়বে, তা বলার অপেক্ষা রাখে না । কেকেআর ভক্তদের কথা ভেবেই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ । এর আগেও বড়দিন এবং ৩১ ডিসেম্বর অতিরিক্ত রেক চালানো হয়েছিল ।

কোন মন্তব্য নেই: