আজও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভবনা - Aaj Bikel
আজও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভবনা

আজও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভবনা

Share This

কলকাতা: সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইবার সম্ভবনা৷ রবিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মাঝেমধ্যেই বৃষ্টি হবে৷ যখন বৃষ্টি হবে না তখন ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে৷ আকাশে মেঘের আনাগোনা থাকায় মাঝেমধ্যে গুমোট ভাব হতে পারে৷ ‌

গত বৃহস্পতিবার থেকেই ঘূর্ণাবর্তের মেঘ জমতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে৷ ঘূর্ণাবর্তর সঙ্গে একটি নিম্নচাপও অবস্থান করছে৷ তার প্রভাবে মাঝেমধ্যেই জেলায় বৃষ্টি হচ্ছিল৷ শনিবার তার প্রভাবে বৃষ্টি হয় কলকাতায়৷ সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া৷ তাতে বিকেলের পর তাপমাত্রাও বেশ খানিকটা কমে৷ তবে তার আগে সকাল ও ‌দুপুরে ছিল ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিবেশ৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম ঘেঁষা ঘূর্ণাবর্তটি এখন বেশ খানিকটা সরে পূর্ব দিকে চলে এসেছে৷ ঘূর্ণাবর্তটি বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে৷ অন্যদিকে, নিম্নচাপ অক্ষেরখাটি ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যের বায়ুমণ্ডলে৷ আর যার জন্য ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ এর প্রভাবেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে সোমবারেও৷

রবিবার আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানান, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে৷ পাশাপাশি, ঝোড়ো হওয়াও বইতে পারে এই জেলাগুলিতে৷ ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে৷ সেই সঙ্গে এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও৷ কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার কলকাতার আকাশ থাকবে প্রধানত মেঘলা৷ ঝড়,বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে৷ রবিবার অবশ্য কলকাতার আকাশ ছিল অংশিক মেঘলা৷ আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম৷ সর্বনিম্ন, ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী কম৷ বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৭৪ শতাংশ৷ সর্বনিম্ন, ৫২ শতাংশ৷ গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়ছে ২ দশমিক ৬ মিলিমিটার৷

কোন মন্তব্য নেই: