মিলল চিনের অনুমোদন, নীরব মোদীকে গ্রেফতার করতে পারবে হংকং - Aaj Bikel
মিলল চিনের অনুমোদন, নীরব মোদীকে গ্রেফতার করতে পারবে হংকং

মিলল চিনের অনুমোদন, নীরব মোদীকে গ্রেফতার করতে পারবে হংকং

Share This
বেজিং  :  পিএনবিব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ফেরার ব্যবসায়ী নীরব মোদীকে গ্রেফতার করতে পারে হংকং আঞ্চলিক প্রশাসন। ভারতের অনুরোধ মেনে হংকংকে নীরব মোদীকে গ্রেফতার করার অনুমোদন দিল চিন | সোমবার বিবৃতি দিয়ে বিষয়টি জানায় চিন।পিএনবি ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ফেরার ব্যবসায়ী নীরব মোদীকে গ্রেফতার করার ব্যাপারে হংকং সিদ্ধান্ত নিতে পারে বলে জানাল চিন। পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরবের বেজিংয়ের পাশাপাশি হংকংয়েও বিপণী আছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং সংসদে জানান, নীরব মোদীকে গ্রেফতারের জন্য 'পিপলস রিপাবলিক অফ চায়নার অধীনস্থ হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের কাছে মন্ত্রকের তরফে অনুরোধ জানানো হয়েছে।' চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং জানান, যদি ভারত সরকার যথাযথ অনুরোধ জানায়, আমরা বিশ্বাস করি যে ভারতের সঙ্গে পারস্পরিক আইনভিত্তিক চুক্তির জেরে তা পালন করতে অসুবিধা হবে না।'

নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। নীরব হংকংয়ে রয়েছেন বলে সূত্র মারফত খবর আসার পর বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং সংসদে বলেন, তাঁর মন্ত্রক হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন (এইচকেএসএআর) চিন গণ প্রজাতন্ত্রের সরকারকে নীরব মোদীকে অস্থায়ী ভিত্তিতে গ্রেফতারির আবেদন পাঠিয়েছে।

প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১২,৭০০ কোটি টাকা প্রতারণা মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদী বর্তমানে হংকংয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই: