প্রিয়াঙ্কা চোপড়ার ভক্তরা যারা দীর্ঘদিন ধরে হিন্দি স্ক্রিনে তাঁকে অভিনয় দেখার সুযোগ পায়নি, তাদের জন্য কোয়ান্টিকোর এই নতুন সিরিজ উৎসবের থেকে কম নয়। কোয়ান্টিকোর তৃতীয় সিজনের প্রিমিয়ারে ২৬ এপ্রিল। সিরিজের ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
শো’র তৃতীয় সিজন তার আগের সিরিজগুলির থেকে বেশখানিকটা পরেই এসেছে। আর তাই নয় এবার শুধুমাত্র ১৩টি পর্বের জন্য অ্যালেক্স প্যারিশ গল্প দেখতে পাবেন দর্শকরা। এর আগের দুটো সিরিজে ২২টি করে এপিসোড পেয়েছেন দর্শকরা। এবার সেই জায়গায় মাত্র তেরোটা।
ধারাবাহিকে প্রিয়াঙ্কা চোপড়া একজন এফবিআই এজেন্ট, নাম আলেক্স প্যারিশ। নতুন ট্রেলারে, দেখা যাচ্ছে গত তিন বছর ধরে গুপ্তচরবৃত্তি করছে অ্যালেক্স।
শান্তিপূর্ণ জীবনে বাঁচতে অভ্যস্থ তিনি এবং জীবনের সামান্য আনন্দ নিয়েই নিজেকে ঘিরে রেখেছে সে।
অ্যালেক্স একটি আঙুরক্ষেতে বিশ্রাম নিচ্ছেন অথচ তাঁর এই জীবনের পরিবর্তে একজন প্রশিক্ষণ প্রাপ্ত অপারেটরের জীনব প্রথম পছন্দ এবং এই জন্যই তাঁর অগ্রাধিকার সবসময় এফবিআই।
দেখুন ভিডিও-
It's time for a new beginning, but remember...always be prepared. #Quantico returns April 26. pic.twitter.com/eyzdWcLCJ8— Quantico ABC (@QuanticoTV) April 6, 2018




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন