রাজনৈতিক বিভেদ ভুলে কাছাকাছি এলেন দুই দক্ষিণী সুপারস্টার - Aaj Bikel
রাজনৈতিক বিভেদ ভুলে কাছাকাছি এলেন দুই দক্ষিণী সুপারস্টার

রাজনৈতিক বিভেদ ভুলে কাছাকাছি এলেন দুই দক্ষিণী সুপারস্টার

Share This

চেন্নাই: রাজনৈতিক বিভেদ ভুলে কাছাকাছি এলেন দুই দক্ষিণী সুপারস্টার কমল হাসান ও রজনীকান্ত৷ রাজনৈতিক মতাদর্শগত কারণে দু’জনে দুই মেরুর বাসিন্দা হলেও কেন্দ্রীয় সরকার কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠনে পুরোপুরি ব্যর্থতার প্রতিবাদে রবিবার যখন গোটা টলিউড চেন্নাইয়ের ভল্লুভরকোট্টমে প্রতিবাদে সরব হয়েছেন তখন সেখানে উপস্থিত হন সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা থালাইভা রজনীকান্ত ও দক্ষিণী সুপারস্টার কমল হাসান৷ রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তার সঙ্গে আইপিএল ঠিক খাপ খায় না বলে মন্তব্য করেন দুই অভিনেতা৷ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এডিএমকে পরিচালিত সরকারের চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন তাঁরা৷ 

রজনীকান্ত বলেন, ‘‘কৃষকদের দুর্দশার কথা ভেবে এই বছর রাজ্যে আইপিএলের অনুমতি নাই দিতে পারত সরকার৷’’ তবে এই মুহূর্তে আইপিএলের সময়সূচীতে যে বদল ঘটানো সম্ভব নয় তা বিলক্ষণ জানেন তারা৷ তিনি বলেন, তামিলনাড়ুর স্বার্থে প্রধানমন্ত্রীর উচিত আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করে দেওয়ার৷ কমল হাসানও কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠনে কেন্দ্রের গড়িমসির সমালোচনা করেন৷ তিনি বলেন, তামিলনাড়ুর স্বার্থে প্রধানমন্ত্রীর উচিত আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করে দেওয়ার৷ কমল হাসানও কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠনে কেন্দ্রের গড়িমসির সমালোচনা করেন৷ প্রসঙ্গত, এই প্রথম কাবেরি ইস্যুতে মুখ খুললেন রজনীকান্ত৷ প্রথমদিনেই কেন্দ্র তথা মোদীর বিরুদ্ধে হালকা সুর চড়াতে শোনা গেল তাঁর গলায়৷

কোন মন্তব্য নেই: