ইংল্যান্ড সফরে ভাল ফল করতে আফগানদের বিরুদ্ধে দলে না থাকার সিদ্ধান্ত কোহলির - Aaj Bikel
ইংল্যান্ড সফরে ভাল ফল করতে আফগানদের বিরুদ্ধে দলে না থাকার সিদ্ধান্ত কোহলির

ইংল্যান্ড সফরে ভাল ফল করতে আফগানদের বিরুদ্ধে দলে না থাকার সিদ্ধান্ত কোহলির

Share This

মুম্বই :  দেশের মাটিতে আফগানিস্থানের বিরুদ্ধে দলে না থাকার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক বিরাট কোহলি৷ বিসিসিঅাই সূত্রের খবর, অাগামী ১৪ জুন ভারতের বিরদ্ধে বেঙ্গালুরুতে ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক করবে আফগানিস্তান৷ সেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি৷ জানা গিয়েছে, অাসন্ন ইংল্যান্ড সফরে ভাল ফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি৷ ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখেই ইংল্যান্ডের পরিবেশে প্রস্তুতি সারতে চান তিনি৷ জুনে সতীর্থরা যখন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে সেই সময়ই ইংল্যান্ডে পৌঁছে কাউন্টি ক্রিকেটে নিজেকে পরীক্ষা করে নিতে চান কোহলি৷ দেশের মাটিতে আইপিএল শেষ হতেই জুনে ভারত সফরের এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে আসবে আফগানিস্তান দল৷

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডের দুটি কাউন্টি ক্রিকেট দলের সঙ্গে কোহলির খেলার বিষয়ে কথাবার্তাও চলছে৷ একাদশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেই কাউন্টি খেলতে উড়ে যেতে পারেন ভারত অধিনায়ক৷ অাগামী ৩ জুলাই থেকে ইংল্যান্ড সফর শুরু হচ্ছে কোহলিদের৷ তিনটি টি-২০ ও তিনটি একদিনের খেলার পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল৷

অধিনায়ক হিসেবে দেশের মাটিতে টেস্টে দারুণ সফল হওয়ার পর প্রোটিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-২ হেরেছে কোহলিরা৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারলেও প্রোটিয়া সফরে গিয়ে প্রথমবার পাল্লা দিয়ে লড়াই করে গিয়েছে ভারতীয় দল৷ শুধু তাই নয়, সিরিজের তিন টেস্ট মিলিয়ে প্রোটিয়াদের ৬০টি উইকেট তুলে নিতে সক্ষম হয় ভারতীয় বোলাররা৷

প্রোটিয়া সফরে অল্পের জন্য টেস্ট সিরিজ হারলেও ইংল্যান্ডের মাটিতে ঘুরে টেস্ট জয়ের জন্যই তাই নতুন করে পরিকল্পনা সাজিয়ে এগোতে চায় ভারতীয় দল৷ অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফর কোহলির কেরিয়ারে অন্যতম কঠিন পরীক্ষা বলেও মনে করছে ক্রিকেটমহল৷

কোন মন্তব্য নেই: