হোলিতে অশান্তি ঠেকাতে পুলিশি অভিযান, তবুও রমরমা বেআইনি মদের কারবার - Aaj Bikel
হোলিতে অশান্তি ঠেকাতে পুলিশি অভিযান, তবুও রমরমা বেআইনি মদের কারবার

হোলিতে অশান্তি ঠেকাতে পুলিশি অভিযান, তবুও রমরমা বেআইনি মদের কারবার

Share This

 

কলকাতা: দোলের দিন কলকাতায় মোট ৫১৮জন গ্রেফতার করল পুলিশ৷ দফায় দফায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫০ লিটার মদসহ প্রচুর মাদক সামগ্রী৷


শহর কলকাতার পাশাপাশি, গোটা রাজ্যজুড়ে চলছে পুলিশি ধরপাকর৷ মদ খেয়ে ও বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে রাজ্যজুড়ে বেশ কয়েকজনকে  আটক করা হয়েছে৷ জলপাইগুড়ি থেকে ৪০ জনকে পাকরাও করেছে পুলিশ৷
হোলিতে মত্ত অবস্থায় বাইক চালানো রুখতেই এই উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। 

সকাল থেকেই বাইকে অভিযান চালান তিনি। সরকারি নির্দেশ অনুযায়ী, দোল উপলক্ষে বন্ধ মদের দোকান। সেই সুযোগেই ফায়দা নিতে শুরু করেছে বেআইনি মদ বিক্রেতারা৷ ৭০০ টাকার বোতল নেওয়া হচ্ছে ১০০০ টাকা৷ জলপাইগুড়ির দিন বাজার, তিনকুনিয়া মোড়, কামারপাড়া এলাকায় সকাল থেকেই প্রকাশ্য রাস্তায় চলছে মদ বিক্রি৷ খবর পেয়ে সেই সমস্ত জায়গায় আচমকাই হানা দেয় আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী৷ গ্রেপ্তার করা হচ্ছে ক্রেতা ও বিক্রেতাকে৷ বাইকে দিনবাজার,পান্ডাপাড়া কালীবাড়ি, মার্চেন্ট রোড, স্টেশন রোড সহ শহরের বিভিন্ন জায়গায় চলেছে পুলিশের অভিযান৷ মদ খেয়ে বাইক চালানো, বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানান বিশ্বাশ্রয়বাবু৷

কোন মন্তব্য নেই: