হোলির উপহার কেন্দ্রের: কমল রান্নার গ্যাসের দাম - Aaj Bikel
হোলির উপহার কেন্দ্রের: কমল রান্নার গ্যাসের দাম

হোলির উপহার কেন্দ্রের: কমল রান্নার গ্যাসের দাম

Share This

একলপ্তে ৪৭ টাকা পর্যন্ত দাম কমল রান্নার গ্যাসের। কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বই-এই চার মেট্রো শহরে দাম কমেছে ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের। নতুন হার লাগু হয়েছে গতকাল থেকে। ভর্তুকিযুক্ত গ্যাসের নতুন দাম: কলকাতা- ৪৯৬.০৭ টাকা, দিল্লি- ৪৯৩.০৯ টাকা, মুম্বই- ৪৯০.০৮ টাকা, চেন্নাই- ৪৮১.২১ টাকা৷ ভর্তুকিবিহীন গ্যাসের নতুন দাম: কলকাতা: ৭১১.৫ টাকা, দিল্লি- ৬৮৯ টাকা৷

কোন মন্তব্য নেই: