অপরাধ প্রমানিত হলে কাউকে রেয়াত করা হবে না : এডিজি সদর - Aaj Bikel
অপরাধ প্রমানিত হলে কাউকে রেয়াত করা হবে না : এডিজি সদর

অপরাধ প্রমানিত হলে কাউকে রেয়াত করা হবে না : এডিজি সদর

Share This


পাটনা  : সোমবার বিহারের বিধানসভা থেকে রাস্তাঘাটে দু’টি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে| প্রথমটি ভাগলপুরে হিন্দু নববর্ষে মিছিলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী চৌবের ছেলে অর্জিত শাশ্বত চৌবের গ্রেফতারের ঘটনা এবং দ্বিতীয়টি হল ভোজপুরে জেলায় সোমবার সকালে সাংবাদিক হত্যার ঘটনায় অভিযুক্তর গ্রেফতারের ঘটনা|

 এই ব্যাপারে এডিজি (সদর) এসকে সিংঘল সোমবার জানিয়েছেন, অর্জিত শাশ্বত চৌবের গ্রেফতারের ঘটনা পুলিশ তার আগের সিদ্ধান্তে অনর রয়েছে| ওর বিরুদ্ধে তদন্ত করা হবে| যাদের বিরুদ্ধে সাক্ষী পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দেখা হবে| অর্জিত শাশ্বত চৌবেকে গ্রেফতারের প্রশ্নে এডিজি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং যাদের বিরুদ্ধে অপরাধ প্রমান মিলেছে তাদের সকলের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে| এদিন সকালে ভোজপুর জেলায় গাড়ির চাকায় পিষে সাংবাদিক হত্যার ঘটনায় এডিজি জানিয়েছেন, তদন্তের জন্য ভোজপুর জেলার ডিএসপির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে| সিআইডির একটি টিমকে ওই ঘটনার তদন্তের জন্য ইতি মধ্যেই পাঠানো হয়েছে| প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে| সুনিশ্চিত হত্যা কান্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, পুলিশ এই ঘটনার এক একটি বিন্দুর ওপর তদন্ত করে দেখছে|

কোন মন্তব্য নেই: