মামালায় পাতিয়ালা কোর্টে আজ পেশ করা হবে গ্যাংস্টার আবু সালেমকে - Aaj Bikel
 মামালায় পাতিয়ালা কোর্টে আজ পেশ করা হবে গ্যাংস্টার আবু সালেমকে

মামালায় পাতিয়ালা কোর্টে আজ পেশ করা হবে গ্যাংস্টার আবু সালেমকে

Share This


নয়াদিল্লি  : দিল্লির তোলাবাজি মামালায় মঙ্গলবার দিল্লির পাতিয়ালা কোর্টে পেশ করা হবে গ্যাংস্টার আবু সালেমকে|আজ সেই মামলার শেষ শুনানি৷ ২০০২ সালে দিল্লির ব্যবসায়ী অশোক গুপ্তর থেকে জোর করে ৫ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল আবু সালেমের বিরুদ্ধে৷ গত ১৬ জানুয়ারি সালেম দাবি তোলে তার বিরুদ্ধে সরকার পক্ষের আইনজীবীর কাছে যথেষ্ট প্রমাণ নেই৷ এরপর গত মাসে আবু সালেমের বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট জারি হয়৷ ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত ছিল আবু সালেম৷ গত বছর সেপ্টেম্বর মাসে আদালতে তা প্রমাণিত হয়৷ এরপর ১৯৯৩-এর মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত তথা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিশেষ টাডা আদালতের৷

 গত বছরেরই ১৬ জুন, দোষী সাব্যস্ত করা হয় আবু সালেমকে৷ দেশের বুকে অন্যতম বৃহত্তম নাশকতার মামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয় ডন দাউদ ইব্রাহিম-ঘনিষ্ঠ এই দুষ্কৃতীদের৷ ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডের পর পর্তুগালের রাজধানী লিসবন থেকে অভিনেত্রী মনিকা বেদীসহ আবু সালেমকে গ্রেফতার করেছিল ইন্টারপোল৷ পরে নয়াদিল্লি-লিসবন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আবু সালেমকে ভারতে ফিরিয়ে আনা হয়৷ আবুসালেম ছাড়াও, যে পাঁচ জনকে আদালত দোষী সাব্যস্ত করেছিল, তারা হল মুস্তাফা দোসা, ফিরোজ খান, তাহের মার্চেন্ট, রিয়াজ সিদ্দিকি, করিমুল্লা খান৷ এই দফায় মোট সাত অভিযুক্তের বিচার করেছেন বিশেষ টাডা আদালতের বিচারক৷ তাদের মধ্যে একমাত্র আবদুল কায়ুম শেখকে আদালত মুক্তি দিয়েছে৷ ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১২টি বিস্ফোরণ ঘটানো হয় মুম্বইতে৷ এই নাশকতায় ২৫৭ জনের মৃত্যু হয়৷

কোন মন্তব্য নেই: