কতটা নিরাপদ ফেসবুক, গুগল, ট্যুইটার? - Aaj Bikel
কতটা নিরাপদ ফেসবুক, গুগল, ট্যুইটার?

কতটা নিরাপদ ফেসবুক, গুগল, ট্যুইটার?

Share This

 

ওয়াশিংটন: প্রায় ৫ কোটি ব্যবহারকারীর গোপন তথ্যের অপব্যবহার করার অভিযোগ উঠেছে ব্রিটেনের সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে। এই ঘটনায় ফেসবুক, ট্যুইটার এবং গুগল, তিন সংস্থার সিইওদের ডেকে পাঠাল মার্কিন কংগ্রেসের একটি কমিটি। জানা গিয়েছে, আগামী ১০ এপ্রিল ফেসবুকের মার্ক জুকেরবার্গ, গুগলের সুন্দর পিচাই এবং ট্যুইটারের জ্যাক ডরসেকে ডেকে পাঠিয়েছেন সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গার্সলে৷ 

গ্রাহকদের তথ্যের সুরক্ষা এবং নজরদারির বিষয়ে ভবিষ্যতে সংস্থার কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে আলোচনা করতেই জুকেরবার্গকে ডাকা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে গ্রাহকদের তথ্য ব্যবহারের পাশাপাশি সেই তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়েও আলোচনা করা হবে। 

ফেসবুক লক্ষাধিক মার্কিনির তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন সেনেটর এড মার্কেও। তথ্য ফাঁসের অভিযোগের ঘটনায় ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গকে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন ব্রিটেনের এমপি ড্যামিয়ান কলিন্স। 

তথ্য কেলেঙ্কারি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে ফেসবুকের কাছে জবাব চাইল ইউরোপীয় ইউনিয়নও। ভবিষ্যতে তথ্য ফাঁস রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফেসবুকের কাছে তাও জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার ভেরা জোউরোভা।

একদিকে যখন ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল, সেই সময়ে দাঁড়িয়ে ফেসবুককেই নিজেদের সোশ্যাল মিডিয়া সহযোগী রাখার কথা জানালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাউত। এর ফলে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনেও কমিশনের সোশ্যাল মিডিয়া সহযোগী থাকছে ফেসবুক।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বাড়ছে ভুয়ো খবরের সংখ্যা। এনিয়ে তদন্তের জন্য ফেসবুকের তথ্য ফাঁস কেলেঙ্কারির হুইসেলব্লোয়ার ক্রিস্টোফার ওয়েলিকে ডেকে পাঠাতে চলেছে ব্রিটেনের আইনপ্রণেতারা। এর আগে ক্রিস্টোফার ওয়েলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনের আগে প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে ছোট ছোট ভাগে ভোটারদের মধ্যে প্রচার চালানোর নকশা তৈরি করা হয়।

কোন মন্তব্য নেই: