সরকারি কর্মীদের জন্য ই-পেনশন চালু করল রাজ্য, কীভাবে মিলবে সুবিধা? - Aaj Bikel
সরকারি কর্মীদের জন্য ই-পেনশন চালু করল রাজ্য, কীভাবে মিলবে সুবিধা?

সরকারি কর্মীদের জন্য ই-পেনশন চালু করল রাজ্য, কীভাবে মিলবে সুবিধা?

Share This

কলকাতা: অবশেষে ২ এপ্রিল থেকে কলেজ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ই-পেনশন চালু হতে চলেছে। মঙ্গলবার একথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এতদিন অবসরের পর শিক্ষক-শিক্ষাকর্মীদের পেনশনের জন্য ছোটাছুটি করতে হত। এবার আর তা করতে হবে না। 

উচ্চশিক্ষা দফতরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, https://epension.wbhed.gov.in-এ পেনশনভোগীদের লগ-ইন করতে হবে। কলেজের তরফেই এই ব্যাপারটির উদ্যোগ নিতে হবে। ডিপিআই কলেজের দেওয়া তথ্যাদি খতিয়ে দেখবেন। রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে এই সংক্রান্ত একটি হার্ড কপি পাঠিয়ে দেবেন। আপাতত ৪৫০ কলেজের ১৭ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারী ই-পেনশনের আওতায় আসছেন।

কোন মন্তব্য নেই: