বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, এখনও নিখোঁজ পাঁচজন যাত্রী - Aaj Bikel
বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, এখনও নিখোঁজ পাঁচজন যাত্রী

বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, এখনও নিখোঁজ পাঁচজন যাত্রী

Share This


ঢাকা  : বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজদের| শনিবার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু হলেও, এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন যাত্রী| শুক্রবার রাতে রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বালিবোঝাই বাল্ডহেডের ধাক্কায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি নৌকা| দুর্ঘটনার সময় ‘অভিশপ্ত’ ওই নৌকাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ন’জন সাঁতরে পারে উঠতে পারলেও, তলিয়ে যান পাঁচজন| পুলিশ সূত্রের খবর, নদীবক্ষে তলিয়ে যান লতিফ (১৮), শরীফ (২৮), তুষার (২৬), জসিম (২৮) এবং বাবু (২০) নামে পাঁচজন যাত্রী|

শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য| কিন্তু, নিখোঁজ পাঁচজনের কোনও খোঁজ পাওয়া যায়নি| রাতের অন্ধকারের কারণে গভীর রাতের পর উদ্ধারকার্য সমাপ্ত করতে বাধ্য হয় পুলিশ| শনিবার সকাল থেকে নদীবক্ষে ডুৱুরি নামিয়ে পুনরায় শুরু হয় সন্ধান তথা উদ্ধারকার্য| কিন্তু, এখনও পর্যন্ত নিখোঁজদের কোনও খোঁজ পাওয়া যায়নি| তাই প্রশাসনের আশঙ্কা, পাঁচজনেরই মৃত্যু হয়েছে|

রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত| শুক্রবার রাতে ঢাকার ডেমরা থেকে ১৪ জনের একটি দল নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যান| ওই নৌকাটিকে বালিবোঝাই অপর একটি নৌকা ধাক্কা দিলে ‘অভিশপ্ত’ নৌকাটি উল্টে যায়| ন’জন প্রাণে বাঁচলেও, নিখোঁজ হয়ে যান পাঁচজন|

কোন মন্তব্য নেই: