টি-২০ দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা - Aaj Bikel
টি-২০ দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা

টি-২০ দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা

Share This


কলকাতা   : আইপিএল শুরুর আগেই বিশ্বরেকর্ড গড়লেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। টি-২০ দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন বাংলার এই ক্রিকেটার। শনিবার সিএবি পরিচালিত জেসি মুখার্জি টি-২০ ট্রফিতে বিএনআরের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন মোহনবাগানের ঋদ্ধিমান সাহা। জাতীয় নির্বাচকদের কাছে টেস্ট স্পেশালিস্ট বলে খ্যাত ঋদ্ধি মাত্র ২০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। কালীঘাট মাঠে ১৪টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে এই রেকর্ড গড়লেন ঋদ্ধি। বিএনআরের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

পরিসংখ্যান অনুয়ায়ী, টি-২০তে দ্রুততম শতরানের এই রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরুর ক্রিস গেইস। এবার গেইলকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বাংলার ঋদ্ধি।

একাদশ আইপিএল নিলামে টিম ইন্ডিয়ার ৩৩ বছরের টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যানকে ৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ৷এ বছর ঋদ্ধিকে ছেড়ে দেয় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব৷ আইপিএলেও সেঞ্চুরি রয়েছে এই বাঙালি ক্রিকেটারের৷২০১৪ আইপিএল ফাইনালে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ৫৫ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ঋদ্ধি৷ আইপিএলের ঠিক আগে ২০ বলে শতরানের বিশ্ব রেকর্ড নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারনা৷

কোন মন্তব্য নেই: