তমলুক : পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পিছিয়ে পড়া গরীব ব্রাহ্মণ ও পুরোহিত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গণ উপনয়নের আয়োজন করা হয়।মঙ্গলবার মেদিনীপুর ব্রাহ্মণ ও পুরোহিত সমাজ এবং নন্দকুমার ব্লকের কুমরচক গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমরচক নিকাশী গ্রামবাসীবৃন্দের যৌথ উদ্যোগে এই গণ উপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়
এদিন স্থানীয় নিকাশী কালী মন্দির প্রাঙ্গণে এলাকার ২৭জন গরীব ব্রাহ্মণের উপনয়নের ব্যবস্থা করা হয়।এই ২৭জনকে আয়োজক সংস্থার তরফে কাপড়,কাঁসার থালা,বাটি গ্লাস,বাসন-সহ নানান সরঞ্জাম দান করা হয়।উপস্থিত ছিলেন তমলুক পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন,মহিষাদল রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী চিদানন্দজী মহারাজ,পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী উত্তম বারিক,কুমরচক গ্রাম পঞ্চায়েত প্রধান ছায়া বর্মণ,সমাজসেবী দীপক সার ও আয়োজক সংস্থার সম্পাদক প্রদীপ দে সহ বিশিষ্টজনেরা
আয়োজক সংস্থার সম্পাদক প্রদীপ দে বলেন,"চতুর্থ বর্ষে পদার্পণ করল এই গণ উপনয়ন।এটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান।পূর্ব মেদিনীপুর জেলায় এই ধরনের অনুষ্ঠান সচরাচর কোথাও হয় না।ব্রাহ্মণ ও পুরোহিতদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে।পুজো করার প্রতি তাদের মনোবল আরও বাড়বে। মূলত গরীব ব্রাহ্মণ ও পুরোহিত সমাজের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আগামীদিনে পুরোহিত সম্মেলনও করা হবে।"তিনি আরও বলেন,"পাশাপাশি এলাকার প্রায় চার হাজার জনকে ভুরিভোজ করে খাওয়ানো হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জোনও করা হয়েছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন