কলকাতা ও নয়াদিল্লি : মঙ্গলবার গোটা দিনটা দিল্লিতে মহাব্যস্ততার মধ্যে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন দুপুরে সংসদে যাওয়ার কথা রয়েছে মমতার। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সুস্থ থাকলে দেখা করবেন তাঁর সঙ্গে। শুধু সোনিয়া নন, মমতা দেখা করবেন শরদ পাওয়ার-সহ বিরোধী কিছু নেতা-নেত্রীর সঙ্গে। শাসক জোটের কয়েকজনের সঙ্গেও তাঁর দেখা করার কথা। সোমবার রাতে সাউথ অ্যাভিনিউয়ে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে উঠেছেন পিসি মমতা। দিল্লিতে এলে মমতা এখানেই থাকেন। সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও তাঁর কথা হতে পারে।
কংগ্রেস চাইছে, মোদী বিরোধী একটি মোর্চাই সর্বভারতীয় ক্ষেত্রে তৈরি হোক। তা না হলে কোনও মোর্চা না করে রাজ্যওয়ারি আসন সমঝোতার পথে হাঁটতে চায় কংগ্রেস। সূত্রের খবর, এই কারণে মমতাকে মাথায় রেখে একটি সমন্বয়কারী কমিটি তৈরি করতে আগ্রহী সোনিয়া। এটা করা গেলে এনডিএ-বিরোধী একাধিক মোর্চা তৈরির আশঙ্কা কমবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন