কলকাতা : আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ২৬ হাজার ২৯। গতবারের তুলনায় সাড়ে ছয় শতাংশ, সংখ্যার হিসাবে প্রায় ৫৩ হাজার বেশি।
প্রতিদিন ১০টা থেকে সওয়া একটা পর্যন্ত একটি করে পত্রের পরীক্ষা হবে। প্রতি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-সহ সাঁড়াশি নজরদারির ব্যবস্থা থাকছে।
পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস ও ট্রাম চালাবে রাজ্য পরিবহণ নিগম। হাওড়া, জোকা, আমতলা, ব্যারাকপুর, বারাসত প্রভৃতি অঞ্চলের ডিপো থেকে বিশেষ বাস ও বেলগাছিয়া, টালিগঞ্জ, এসপ্লানেড, গড়িয়াহাট থেকে চালানো হবে বিশেষ ট্রাম। ১৫০টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন