নির্বাচনী ব্যস্ততা, দূষণনগরীতে পরিণত আগরতলা - Aaj Bikel
নির্বাচনী ব্যস্ততা, দূষণনগরীতে পরিণত আগরতলা

নির্বাচনী ব্যস্ততা, দূষণনগরীতে পরিণত আগরতলা

Share This
আগরতলা  : নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত সমগ্র রাজ্য প্রশাসন। যাঁদের উপর গুরুদায়িত্ব নেই তাঁরাও নির্বাচনী সম্ভাবনাকে বিবেচনায় রেখে স্বপ্নে বিভোর। দায়িত্ব পালনে উদাসীনতার ফলে দূষণনগরীতে পরিণত হয়েছে আগরতলা শহর।
রাজধানী আগরতলার নাগরিকদের অভিযোগ, নগরোন্নয়ন দফতর আর পুরনিগমের খামখেয়ালিপনার জন্যই নাগরিক জীবনে দিনের পর দিন সমস্যা বেড়েই চলছে। নাগরিক পরিষেবার নাম করে নাগরিকদেরকে ঠকানো হচ্ছে বলে রাজধানীবাসীদের অভিযোগ।

এই সঙ্গে নির্বাচনের নাম করে রাস্তাঘাট পরিষ্কার করার কাজও অনিয়মিত হয়ে পড়েছে। ফলে আবর্জনা স্তূপাকার হচ্ছে। বাড়ছে দুর্গন্ধ। রাস্তাঘাটের বেহাল দশা দেখে নগরবাসী বুঝে উঠতে পারছেন না, সাফাইকর্মী আছে কি না। ফলে রাস্তাঘাট প্রায় সর্বত্র আবর্জনা স্তূপাকার রূপ নিচ্ছে। আবর্জনা নির্দিষ্ট সময়ে নিয়ে না যাওয়ার কারণে বাড়ছে দুর্গন্ধ।
ফলে দূষিত হচ্ছে পরিবেশ। রাস্তা দিয়ে চলাফেরা করা দায় হয়ে উঠেছে। এমন-কি পথচারী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরাও অতিষ্ঠ। পুরনিগমের এদিকে কোনওপ্রকার নজরদারি না-থাকায় নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই: