ডুডুলের মাধ্যমে চিপকো আন্দোলনকে গুগলের কুর্নিশ - Aaj Bikel
ডুডুলের মাধ্যমে চিপকো আন্দোলনকে গুগলের কুর্নিশ

ডুডুলের মাধ্যমে চিপকো আন্দোলনকে গুগলের কুর্নিশ

Share This


নয়াদিল্লি   : চূড়ান্ত প্রতিরোধের মুখে পড়েও নিজের জীবনের পরোয়া না করে যেসব আন্দোলনকারীরা পরিবেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে ছিল। পরিবেশকে রক্ষা করার জন্য যারা গাছকে জড়িয়ে ধরেছিল সেই চিপকো আন্দোকারীদের সোমবার কুর্নিশ জানাল আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গুগল। ডুডুলের মাধ্যমে চিপকো আন্দোলনের ৪৫ বছর পূর্ত উদযাপন করল গুগল । এদিন শৈল্পিক নৈপুণ্যতার মাধ্যমে চিপকো আন্দলনের সেই সব বীরাঙ্গনাদের ছবি ডুডুলের মাধ্যে তুলে ধরেছে গুগল। ছবিতে দেখা যাচ্ছে বিরাটকায় একটি গাছের চারি দিক ঘিরে রেখেছে একদল মহিলারা। এখানে গাছ হচ্ছে প্রকৃতির প্রতীক। যাকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ ওই মহিলারা।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে উত্তরপ্রদেশে চিপকো আন্দোলনের সূত্রপাত। পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা এই আন্দোলনকে নেতৃত্ব দেন। চিপকো কথার অর্থ হচ্ছে কোনও কিছুকে জড়িয়ে ধরা। শিল্পায়ন এবং বাঁধ তৈরি করার নামে যখন বনাঞ্চল ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয় তখনই রুখে দাড়ান সুন্দরলাল বহুগুনা। সাধারণ মানুষ বিশেষত মহিলাদের নিয়ে তিনি এক অসম লড়াইয়ে নামেন। পুঁজিবাদের দালালেরা যখন কাঁটারি দিয়ে গাছ কাটতে আসে তখন গাছগুলিকে জড়িয়ে ধরেন আন্দোলনকারীরা। যদি গাছকে কাটতে হয় তবে আমাকে মারতে হবে। পিছু হটে বিশ্বায়নের তাবেদাররা। সাফল্য পায় চিপকো আন্দোলন। আজও যখন উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয় তখনই প্রসঙ্গিকতা ফিরে পায় চিপকো। আজ যখন উষ্ণায়নে দাপটে জেরবার মানব সভ্যতা। তখনই চিপকো আন্দোলন ফিরে পায় তার প্রাসঙ্গিকতা। সেই জন্যই চিপকো আন্দোলনকে আজ কুর্নিশ জানাল গুগল।

কোন মন্তব্য নেই: