সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের - Aaj Bikel
 সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের

সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের

Share This

ভোপাল  : মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় সাংবাদিক সন্দীপ শর্মা মৃত্যুর ঘটনায় শুরু হয়ে গেল রাজনৈতিক দোষারোপের পালা| ৩৫ বছর বয়সি সাংবাদিক সন্দীপের মৃত্যুর পরই শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্দিয়া| জ্যোতিরাদিত্য সিন্দিয়া জানিয়েছেন, ‘প্রকাশ্য দিবালোকে তাঁকে (সন্দীপ শর্মা) মেরে ফেলা হয়েছে| সিবিআই-কে দিয়ে তদন্তের দাবি জানাচ্ছি| মিডিয়া হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অথচ বিজেপি শাসনে মিডিয়াকে শেষ করে দেওয়া হচ্ছে|’

সোমবার সকালে ভিন্ড জেলার কোতওয়ালি থানা থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারান সাংবাদিক সন্দীপ শর্মা| ঘড়ির কাঁটায় সকাল তখন ৮.৫৫ মিনিট হবে, বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় জাতীয় সংবাদ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা (৩৫)| ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| সাংবাদিক খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| শিবরাজ জানিয়েছেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব| অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|’

জাতীয় সংবাদ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করেছেন| এর আগে বহুবার তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন| আশঙ্কাই সত্যি হল, অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখির জন্যই হয়তো খুনই হতে হল সাংবাদিক সন্দীপ শর্মাকে|

কোন মন্তব্য নেই: