গান গেয়ে সূর্যকান্ত মিশ্রকে জবাব দিলেন দিলীপ ঘোষ - Aaj Bikel
গান গেয়ে সূর্যকান্ত মিশ্রকে জবাব দিলেন দিলীপ ঘোষ

গান গেয়ে সূর্যকান্ত মিশ্রকে জবাব দিলেন দিলীপ ঘোষ

Share This


কলকাতা  : ‘মেরে অঙ্গনেমে তুমহারা ক্যায়া কাম হ্যায়…’ | তাঁকে হনুমানের সঙ্গে তুলনা করায় এভাবেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ৷

রামনবমী উপলক্ষ্যে গোটা রাজ্যজুড়ে বিজেপির অস্ত্র মিছিলের উদ্যোগগ্রহণকে কটাক্ষ করল বামেরা। বিজেপির নিন্দা করে শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, রামের পরে বিজেপির রাজনীতি এখন হনুমানে এসে ঠেকেছে। এতদিন পর্যন্ত রামের ভরসায় বিজেপি রাজনীতি করত। এখন ওদের হনুমানের ভরসায় রাজনীতি করতে হচ্ছে।

এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে গানের কলিতেই জবাব দেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ গেয়ে উঠলেন, ‘মেরে অঙ্গনেমে তুমহারা ক্যায়া কাম হ্যায়…’ তবে, শুধুমাত্র গানও নয়৷ রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘‘রাম বা হনুমান, তাতে তো সূর্যবাবুর কেনও কাজ নেই৷ মেরে অঙ্গনেমে তুমহারা ক্যায়া কাম হ্যায়…৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সিপিএম তো দর্শন মাত্র৷ রামের বিরোধিতা করতে করতে তারা বাংলা থেকে, ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন৷ কিন্তু অভ্যাস পালটাচ্ছে না৷ আমার মনে হয় এ বারে রামনবমী দেখলে সুর ও অভ্যাস পালটে যাবে৷’’

প্রসঙ্গত, গত বছর রামনবমী উপলক্ষ্যে গোটা রাজ্যজুড়ে অস্ত্র মিছিল করে নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছিল বিজেপি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে চরমে উঠে গিয়েছিল তরজা। এবছর রামনবমীর মিছিল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ মিছিলের স্বপক্ষে সওয়াল করেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন যে এবার গদা নিয়ে তারা মিছিল করবে। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। যার জবাবও পেয়ে যান |

কোন মন্তব্য নেই: