অস্ত্র আইন কঠোর করার দাবিতে মার্কিন মুলুকে মিছিল - Aaj Bikel
অস্ত্র আইন কঠোর করার দাবিতে মার্কিন মুলুকে মিছিল

অস্ত্র আইন কঠোর করার দাবিতে মার্কিন মুলুকে মিছিল

Share This


ওয়াশিংটন  : অস্ত্র আইন কঠোর করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মিছিল বের হল৷ “মার্চ ফর আওয়ার লাইভস” নামের মিছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিছিল বলে জানা গিয়েছে৷ অস্ত্র আইন কঠোর করার দাবিতে বিভিন্ন শহরে শ্লোগান দিয়ে, প্ল্যাকার্ড হাতে মিছিল করেন মানুষ৷


ওয়াশিংটনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়াস্ত্র বিরোধী মিছিল ছিল। প্রতিটি মিছিলেই মূলত স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশ নিয়েছিলেন৷ তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী ও হলিউড তারকারাও। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা টুইটারে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান৷ একের পর এক গুলি চালনার ঘটনায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে৷ এবার তারই প্রতিবাদে পথে নামলেন আমেরিকানবাসী৷

ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, হিউস্টন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মিছিল হয়৷ মিছিল বের হয় স্কটল্যান্ডের এডিনবার্গ আর লন্ডনের মার্কিন দূতাবাসের সামনেও৷ একই সময়ে মিছিল বের করেন স্কুলের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ফ্লোরিডা হাইস্কুলে গুলির ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীদের ডাকে এই মিছিলে যোগ দেন লক্ষ লক্ষ আমেরিকাবাসী৷ গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নির্বিচারে গুলি চলে৷

কোন মন্তব্য নেই: