নয়াদিল্লি: বাজারে এক নতুন খেলোয়াড়ের আবির্ভাব প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঋণ ও ক্ষতির পরিমাণ। এই পরিস্থিতিতে তাই নিজেদের দেউলিয়া ঘোষণার পথেই হাঁটতে চলেছে টেলিকম সংস্থা এয়ারসেল। সূত্রের খবর, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছে বোর্ড অব ডিরেক্টরস। আবেদনে কোম্পানি জানিয়েছে, এই মুহূর্তে এটাই সেরা সমাধান।
কিছু দিন আগেও লাভের মুখ দেখা এয়ারসেল বাজারে মাসুল যুদ্ধ শুরুর পরে ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। গত মাসে দেশের ছ’টি সার্কেলে পরিষেবা বন্ধ করে দেয় তারা। তাদের মূল সংস্থা ম্যাক্সিসও অর্থ জোগানো থেকে পিছিয়ে আসে। সঙ্কট বাড়তে থাকায় শেষ পর্যন্ত এনসিএলটির দ্বারস্থ হল এয়ারসেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন