নয়াদিল্লি: গোটা দেশজুড়ে চলছে হোলি৷ কিন্তু, এবারের হোলি রঙ কেরেছে এয়ারসেল কর্মীদের৷ কারণ, ১৫০০ কোটির দেনা কপালে নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চলেছে এয়ারসেল৷ আর তাতেই চাকরি খোয়ানো আশঙ্কায় ঘুম উড়েছে অন্তত পাঁচ হাজার এয়ারসেল কর্মীর। চলতি মাসেই টেলিকম নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারসেল তাঁদের কর্মীদের উদ্দেশে জানিয়েছে, 'আপনারা কঠিন সময়ের জন্য প্রস্তুত হন'।
কর্মচারীদের কাছে এই বার্তা পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যার সম্মুখীন হয়েছে এয়ারসেল গ্রাহকরাও। চুক্তিগত ত্রুটির কারণে এয়ারসেলের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে টাওয়ার কোম্পানিগুলি। কাটা হয়েছে কমিউনিকেশন কেবলও।
নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চলেছে এয়ারসেল। এই টেলিকম নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে চিফ এক্সিকিউটিভ অফিসার কাইজার হিরিজি জানিয়েছেন, অল্প কিছু সময়ের জন্য কোম্পানির গচ্ছিত অর্থভাণ্ডারে টান পড়েছে।
কোম্পানি এখন চলতি ব্যবসার মুনাফার দিকেই তাকিয়ে। ইতিমধ্যেই ১৫০০ কোটির দেনা হয়েছে এয়ারসেলের। এখন অনেকেরই প্রশ্ন, এই মোটা ঋণ শোধ করে আদৌ কি মাথা তুলে দাঁড়াতে পারবে একসময়ের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক কোম্পানিটি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন