নয়াদিল্লি: রঙ খেলাকে কেন্দ্র করে বিবাদ৷ বিবাদের জেরে প্রতিবাদী যুবককে রাস্তায় ফেলে কোপালো একদল দুষ্কৃতী৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির খানপুর এলাকায়৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়লেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি৷ দুষ্কৃতীদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুই যুবক খান মার্কেট এলাকা থেকে যাওয়ার সময় এক কিশোর তাদের উদ্দেশ্যে রং ভর্তি বেলুন ছোড়ে৷ বাইক থামিয়ে ওই কিশোরকে মারধর করছিল তারা। তখন আশিস তার প্রতিবাদ করে কিশোরকে নিগ্রহের হাত থেকে বাঁচান। তখনকার মতো বিষয়টি মিটে যায়।
এরপর বিকেল ৪টে নাগাদ জিম থেকে বেরনোর সময় আশিসের উপর লোহার রড ও ছুরি নিয়ে হামলা চালায় একদল যুবক। তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং এলোপাথাড়ি কোপানো হয়। প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটলেও কেউ তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। দুষ্কৃতীরা তাঁকে ফেলে চলে গেলে স্থানীয়রা আশিসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরে কমপক্ষে ৫০টি ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন